umayun kabir তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir) শুক্রবার দাবি করলেন, শনিবার বেলডাঙায় মসজিদের শিলন্যাসে আসবেন লাখ লাখ মানুষ। পুলিশ অনুমতি না দিলেও কর্মসূচি হবে। এদিন ফের হুঁশিয়ারি হুমায়ুনের। সাংবাদিকদের জানিয়েছেন, ১২ টায় শুরু হবে অনুষ্ঠান। ২ ঘন্টা ধর্মীয় অনুষ্ঠান হবে। তারপর রিমোটের মাধ্যমে হবে শিলান্যাস। বেলডাঙায় (Beldanga) এদিন মসজিদ শিলান্যাসের জমির কাজ দেখে জানালেন হুমায়ুন কবির।
Humayun kabir মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার জন্যে তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার তাঁকে ফোন করেছিলেন। বহরমপুরে সভায় যোগ দিতে এসে জানতে পারেন তৃণমূল তাঁকে সাসপেন্ড করেছে। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ হুমায়ুন বৃহস্পতিবার জানিয়েছিলেন, আজ, শুক্রবার তিনি পদত্যাগ করবেন। নতুন দল লড়াই করবে তৃণমূল, বিজেপির বিরুদ্ধে। ২২ তারিখেই ঘোষণা হবে নতুন দলের। তবে আজ তিনি জানালন, তিনি এখন বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। আগামি ১৭ ডিসেম্বর বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকের পর পদত্যাগ করবেন। একইসঙ্গে, শনিবার বেলডাঙায় মসজিদের শিলান্যাসে লক্ষ লক্ষ আসবে বলে এদিন জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ Humayun Mamata: মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ‘সাসপেন্ড’ হুমায়ুনের
পুলিশ অনুমতি না দিলেও কর্মসূচি হবে, হুঁশিয়ারি হুমায়ুনের
Humayun kabir হুমায়ুনের দাবি, রেজিনগর, বেলডাঙা থানায় সাহয্য চেয়ে ই-মেল করা হয়েছে। থাকবেন ২ হাজার ভলান্টিয়ার। পুলিশ কী করবে সেটা কাল দেখা যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবেন। যাতে জাতীয় সড়ক অবরুদ্ধ না হয়ে যায় সেটা প্রশাসনের দেখা উচিৎ। আসবেন লক্ষ লক্ষ লোক।















