Humayun Kabir ঘন্টায় ঘন্টায় আসছে দেশ বিদেশের ফোনে। বাংলাদেশের ( Bangladesh) ফোন তো জলভাত। ফোন আসছে আরও দূর দূর দেশ থেকে। বেলডাঙার বেগুনবাড়িতে সভা থেকে এমনটাই দাবি করলেন ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুয়ায়ুন কবির।
Humayun Kabir বেলডাঙার সভায় ফোনের কথা জানান হুমায়ুন
সেই সভা থেকেই ফোনের কথা জানান হুমায়ুন কবির। হুমায়ুন বলেছেন, কুয়েত, সৌদি আরব দুবাই ভিবিন্ন দেশে কাজ করেন মুর্শিদাবাদের মানুষ। অনেকে কানাডায় আছেন। শনিবার ৫ টা দেশ থেকে যোগাযোগ করেছে। এরপর হুমায়ুন বলেছেন, সেই সব দেশের নাম তিনি করবেন না। কারণ অনেকে ইর্ষা করতে পারে। হুমায়ুন কবির বলেন, “ গত ৭ দিনে প্রতিদিনে ৫,৭ টা করে বিদেশ থেকে ফোন আসছে। বাংলাদেশের ফোনের সীমা নেই”। হুমায়ুনের দাবি, সবাই জানিয়েছেন তাঁর সিদ্ধান্তে সকলেই খুশি।
আরও পড়ুনঃ হুমায়ুনের মসজিদের নাম করে কিউ জালিয়াতি ! ঠকাচ্ছে কারা ?

Humayun Kabir ইতিমধ্যেই রেজিনগরে মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। মসজিদের দানবাক্সে মিলেছে বিপুল অর্থও । ব্যাঙ্কে অ্যাকাউন্টেও মিলেছে কোটি কোটি টাকা। তৃণমূল থেকে সাসপেন্ডের পর ২২শে ডিসেম্বর নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক। রবিবার বেলডাঙার বেগুনবাড়িতে তারই প্রস্তুতি সভায় করেন হুমায়ুন কবির। ২২শে ডিসেম্বরের তার দলের আত্মপ্রকাশ। তার আগে এই সভা থেকে উচ্ছ্বসিত হুমায়ুন কবির।















