Humayun Kabir লাইভ, সিসিটিভি ক্যামেরার মধ্যে টাকা গোনা হয়েছে
Humayun Kabir শনিবার বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। তা নিয়ে মুর্শিদাবাদ (Murshidabad) ছাড়িয়ে দেশে সাড়া পড়েছে। এবার মসজিদের জন্যে জমা পড়া টাকা গোনা নিয়ে হইচই। রবিবার ও সোমবার পেরোতে না পেরোতেই বাবরি মসজিদের জন্যে নতুন করে দুদিনে ৭৫ লাখের বেশি টাকা জমা পড়ল। লাইভ, সিসিটিভি ক্যামেরার মধ্যে সেই টাকা গোনা হয়েছে। ফলে এখনও পর্যন্ত ৩ কোটির বেশি টাকা জমে পড়েছে। হুমায়ুন (Humayun Kabir) জানিয়েছেন, দেশ, বিদেশ থেকে লোকে টাকা পাঠাতে চাইছেন। জানা গিয়েছে, সোমবার পর্যন্ত মোট জমা পড়া টাকার পরিমাণ ২৭, ৯১৮, ২৭৩ টাকা (২ কোটি ৭৯ লক্ষ ১৮ হাজার ২৭৩ টাকা)।

আরও পড়ুনঃ Humayun Kabir Z ক্যাটেগরির নিরাপত্তার দাবি হুমায়ুনের! আপাতত সঙ্গে ৮ জনের প্রাইভেট টিম!
Humayun Kabir সোমবার তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দাবি করেন, বাবরি মসজিদের জন্যে ট্রাস্টের আক্যাউন্টে ২ কোটি ৩৫ লক্ষ টাকা রয়েছে। তাছাড়া ট্রাঙ্ক, বস্তা ভর্তি টাকা গোনা হয়। তাতে রবিবার ও সোমবার মিলে ৭৫ লক্ষ টাকার বেশি জমা পড়ে। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গোনা শুরু হতেই চর্চা শুরু হয়েছে শক্তিপুরে হুমায়ুন কবিরের বাসভবনে। রবিবার সন্ধ্যা থেকে রাত অবধি টাকা গোনা হয়। সোমবারও সন্ধ্যায় ৭ টা থেকে ২৫ জন হাফিজ টাকা গুনছেন। অন্যদিকে মেশিন নিয়ে এসেও টাকা গোনা হচ্ছে। সোমবার সংশ্লিষ্ট ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গের মানুষ বাবরি মসজিদের জন্যে যা দিয়েছেন রবিবার, সাত ডিসেম্বর লাইভে দেখানো হয়েছিল। চারটে ট্যাঙ্ক, বস্তা সহ কালকে হিসেব দেওয়া হয়েছিল ৩৭ লক্ষ ৩৩ হাজার টাকা। আজ,আট ডিসেম্বর হয়েছে ৩৮ লক্ষ ৩৪ হাজার ৫৭৩ টাকা। তাতে মোট হল ৭৫ লক্ষ ৬৭ হাজার ৫৭৩ টাকা।

কাতার, সৌদি আরব থেকে টাকা পাঠাতে চাইছেন অনেকে
Humayun Kabir হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য কাতার, সৌদি আরব থেকে টাকা পাঠাতে চাইছেন অনেকে। সোমবার হুমায়ুন জানিয়েছেন, দেশের বাইরে থেকে এখনও টাকা আসেনি। দেশের মানুষই টাকা পাঠাচ্ছেন। রাজ্যের বাইরে থেকে টাকা আসছে। কাতার, সৌদি আরব থেকে টাকা পাঠাতে চাইছেন অনেকে। হুমায়ুন কবির সোমবার বলেছেন, মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত আসনে প্রার্থী দেবে নতুন দল। সংরক্ষিত আসনেও প্রার্থী দেওয়া হবে। হুমায়ুন কবিরের দাবি, সব দলের কর্মীরাই যোগাযোগ করছেন। এখনও পর্যন্ত কোনও দলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরোধিতা করতে চান। কিন্তু এই দুই দলের বাইরে কোনও দল নিয়ে ছুঁত মার্গ নেই।















