Humayun Kabir ১১ই আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Abhishek Banerjee সাথে বৈঠকের পর মুখ বন্ধ করে ছিলেন। তবে ১৭ই আগস্ট মুখ খুলে ফের বিস্ফোরক ভরতপুরের Bharatpur বিধায়ক হুমায়ুন কবির । তাঁর দাবি জেলায় তাঁর নামে অপপ্রচার চালান হচ্ছে জেলার নেতাদের ইন্ধনে। রবিবার বহরমপুরে হুমায়ুন কবির ফের নিশানা করেন জেলা তৃণমূল নেতৃত্বকে। তাঁর বিরুদ্ধে চরান্তের অভিযোগ তোলেন হুমায়ুন কবির।
Humayun Kabir এদিন হুমায়ুন কবির বলেছেন, ” এখানকার আমার যারা শত্রু, যারা মুর্শিদাবাদ জেলায় আমাকে তৃণমূলটা TMC করতে দিতে চায় না তারা প্রতিনিয়ত উপর ওয়ালাকে ডাকছে, পুজো পার্বন দিচ্ছে যাতে হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে বেড়িয়ে যায়। তাঁদের এটা অপপ্রচার। হুমায়ুন কবির কোন অন্যায়ও করে না, আর কারও কাছে চমকানি ধমকানিতে পিছু হটে না। সেটা সময় আসলে সময় মতো আপনারা জানতে পারবেন, রাজ্যের মানুষ জানতে পারবে, জেলার মানুষ জানতে পারবে” ।
Humayun Kabir ভরতপুরের তৃণমূল বিধায়ক আরও বলেছেন, “আমাদের দুর্ভাগ্য, সবার আগে আমি এসেছি তৃণমূলে। ২০১২ সালের ২০শে নভেম্বর কংগ্রেসের বিধায়ক পদটা ছুড়ে ফেলে দিয়ে দিদির পায়ে হাত দিয়ে তৃণমূলে এসেছি। পড়ে যারা ২০১৮ পর এসেছে কেউ এমপি হয়ে বসে আছে, কেউ জেলা সভাপতি হয়ে বসে আছে”।
হুমায়ুন আরও আক্ষেপ করে বলেছেন, ” আমার মতো লোকের কুশপুত্তলিকা পোড়াচ্ছে , জতোর মালা পড়াচ্ছে এতো হিম্মত কোন রাজনৈতিক দলের আছে ? কিন্তু আমার স্বদল বলে আমি বরদাস্ত করেছি । এটা যদি বিরোধীরা করতো তাহলে আমার এক-দু ঘণ্টা সময় লাগতো এটাকে মোকাবিলা করতে”।
Humayun Kabir দলের সর্বোচ্চ নেতৃত্বের সাথে বৈঠকের পরও যে জেলার নেতাদের নিয়ে হুমায়ুনের অভিযান যেন কমছেই না। তা আবারও সামনে এলো।