এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir কান্দিতে কান্দিতে জেলা শাসকের বৈঠকে হুমায়ুন, অপূর্ব

Published on: November 17, 2025
Humayun Kabir

Humayun Kabir কান্দিতে এক বৈঠকে হুমায়ুন কবির, অপূর্ব সরকার। তবে দলের না। প্রশাসনিক বৈঠকে এক টেবিলে যুদুধান দুই নেতা। সোমবার কান্দিতে  মহকুমা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া  Nitin Singhania, IAS  । সোমবার কান্দি মহকুমার উন্নয়নে হাল হকিকত খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকে ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক , কান্দির বিধায়ক অপূর্ব সরকার, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত।

আরও পড়ুনঃ Humayun Kabir হুমায়ুনের বিরুদ্ধে এবার TMC শ্রমিক সংগঠনের নেতারাও

ছিলেন  কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের আধিকারিকরা। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কান্দি ব্লকের নজরুল ভবন সভাকক্ষে দীর্ঘক্ষণ বৈঠক হয়। 

Humayun Kabir কী হল উন্নয়ন নিয়ে বৈঠকে?  

মুর্শিদাবাদের জেলাশাসক নিতীন সিংহানিয়া বলেন, ” বিভিন্ন লাইন  ডিপার্টমেন্টকে নিয়ে  মিটিং হয়েছে। মানুষের ইস্যু জনপ্রতিনিধিরা তুলে ধরেছেন।  সব কাজের জন্য টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে” । তিনি জানিয়েছেন, কিছু সেতুর দাবি উঠে এসেছে।

কখনও জেলা সভাপতি অপূর্ব সরকার, কখনও বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান সেখ, আবার কখনও রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। তৃনমূলের বিতর্কিত নেতা ভরতপুরের TMC  বিধায়ক হুমায়ুন কবিরের একের পর এক বিতর্কিত মন্তব্যে নিশানা তৃনমূলেরই একাধিক নেতৃত্বের দিকে। এর মধ্যে সব থেকে বেশি নিশানা করেছেন অপূর্ব সরকারকে। সেই অপূর্ব সরকারের সঙ্গে এক মিটিং’এ হুমায়ুন কবিরকে দেখে তীর্যক মন্তব্যও উঠে আসছে রাজনৈতিক মহলে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now