এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir হুমায়ুন কবিরে কার ছায়া দেখছেন দেবাংশুরা ?

Published on: November 14, 2025
Humayun Kabir 2025 Latest News

Humayun Kabir এসআইআর আবহে পশ্চিমবঙ্গেও ভোটের বাদ্যি বেজে গিয়েছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা এখন মধ্যবঙ্গের রাজনীতিতে ‘হট টপিক’। এবার সেই আলোচনায় ঘি ঢাললেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য DEBANGSHU BHATTACHARYA । হুমায়ুনের তুলনা টানলেন আরেক প্রাক্তন তৃণমূল নেতার সঙ্গে। তিনি আর কেউ নন, বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দেবাংশু দাবি করেছেন, “ব্ল্যাকমেল” করছেন হুমায়ুন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কান্দিতে হুমায়ুন কবির বলেছেন, “ আমি এই নিয়ে ( হুমায়ুনের দল গঠন) কোনও মন্তব্য করবো না। প্রত্যেক বছর বিধানসভা নির্বাচন এলেই একটু ব্ল্যাকমেল আমাদের পার্টিকে করা হয়। গতবার শুভেন্দু করেছিল এবার হয়তো অন্য কেউ করতে পারে”। এরপর তিনি দাবি করেছেন, ভোটের ফলে এরপর কোন পরিবর্তন আসে না। এখন দল এসআইআর নিয়ে ব্যস্ত।

আরও পড়ুনঃ Bihar Vote 2025 বিহারের ফলে SIR কেই দুষছে তৃণমূল ?

Humayun Kabir এতেই প্রশ্ন উঠছে, হুমায়ুন কবিরে কি শুভেন্দু অধিকারীর ছায়া দেখছে তৃণমূল ?

২০২১ এর বিধানসভা ভোটের আগে  ২০২০ সালের ডিসেম্বরের মাঝামাঝি তৃণমূল কংগ্রেস ছেড়ে  বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কার্যত তাঁকে সামনে রেখেই একুশের ভোট লড়েছিল বিজেপি। তার আগেও দলের সঙ্গে তার ফাটল চওড়া হয়েছিল। ২০২০ সালের নভেম্বরেই মন্ত্রিত্ব ছাড়েন শুভেন্দু অধিকারী। শুভেন্দু রাজ্যের তিনটি দফতরের মন্ত্রী ছিলেন। মন্ত্রীত্ব ছাড়ার পর ‘নিজস্ব জনসংযোগ কর্মসূচি’ চালিয়েছেন। এরপর ডিসেম্বরে ছাড়েন বিধায়ক পদও।  ২০২০’র ডিসেম্বরে যোগ দেন বিজেপি দলে।

Humayun Kabir তবে শুভেন্দু অধিকারীর মতো  বিধায়ক পদ থেকে পদত্যাগ করছেন না হুমায়ুন কবির। ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক এবার আর ২৬ এর নির্বাচনের আগে বিধায়ক পদ ছাড়তে রাজি নন। ২৬ এর ভোট পর্যন্ত   ‘ বিতর্কিত ভরতপুরের বিধায়ক’  তকমা নিয়েই প্রথম বারের মতো পাঁচ বছরের বিধায়কের  টার্মটা পূরণ করাই অন্যতম লক্ষ্য।

Humayun Kabir বিধায়ক পদ  ছাড়ছেন না হুমায়ুন

হুমায়ুনের দাবি, নতুন দল গঠনের প্রক্রিয়া তিনি শুরু করে দিয়েছেন। আর পিছিয়ে আসার রাস্তা নেই। চার দশকে রাজনৈতিক জমির কাছে তাঁর আবার ২৬ এ অগ্নি পরীক্ষা দিতে ‘কুছ পরোয়া নেহি। তবে দেবাংশু যখন এই মন্তব্য করছেন সেই সময় সামনে এসেছে শুভেন্দু অধিকারীর করা মামলায় ’ মুকুল রায়ের বিধায়কপদ খারিজ হওয়ার ঘটনা।

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now