Humayun Kabir 2025 হুমায়ুন কবিরকে মাঠ ছাড়তে নারাজ তৃণমূলের বাকি নেতারাও। বলছেন, ফাঁকা মাঠে গোল হবে না। হুমায়ুনের বিরুদ্ধে ময়দানে তৃণমূলের এক ঝাঁক নেতা। হুমায়ুন কবিরের এত অভিযোগের পরেও সম্প্রতি প্রকাশ্যে মুখ খোলেন নি তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার Apurba Sarkar । যদিও ময়দানে নেমে পড়েছে তৃণমূল নেতাদের ডিফেন্সের টিম।
আরও পড়ুনঃ Humayun অধীর চৌধুরীর সঙ্গে বোঝাপড়াতেও রাজি হুমায়ুন !
কখনও সেই টিমের সদস্যরা অফেন্সেও যাচ্ছে হুমায়ুনের বিরুদ্ধে। হুমায়ুন যদিও, অফেন্সিভ মুডেই রাজনীতির ময়দানে। কখনও দল, বেঁধে। কখনও সাংবাদিক সম্মেলন ডেকে। তৃণমূলের অন্দরেও এবার টার্গেট হুমায়ুন। দলের অন্দরে বিজয়া সম্মিলনীর মরশুম থেকেই লাগাতার বেলাগাম হুমায়ুন। তৃণমূলের একের পর এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক হুমায়ুন কবির।
Humayun Kabir 2025 হুমায়ুনের নিশানা থেকে বাদ নেই কেউ।
কখনও জেলা সভাপতি অপূর্ব সরকার, কখনও বেলডাঙা, রেজিনগরের বিধায়ক। কখনও দলের শৃঙ্খলারক্ষা কমিটি। হুমায়ুনের ভাষণে নিশানা সবার দিকে। হুমায়ুনের বিরুদ্ধে শনিবার মুখ খুললেন দলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী ফতেমা বিবি। তিনি দাবি করেছেন, হুমায়ুন কবির রেজিনগরে লড়লে তিনিও তার বিরুদ্ধে লড়বেন।
Humayun Kabir 2025 রবিবার পালটা দিয়েছেন হুমায়ুনও।
আক্রমণ করেছেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীকে। এঁর আগে হুমায়ুনের বিরুদ্ধে মুখ খুলেছেন বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান। সরব হয়েছেন সংখ্যালঘু সেলের সভাপতি আবু কাউসার। বহরমপুরে তৃণমূল অফিসে দেখানো হয়ছে হুমায়ুনের বিরুদ্ধে বিক্ষোভ।
তবে এসবে কান না দিয়ে রবিবারও নিজের ধারা বজায় রেখেছেন হুমায়ুন। রবিবার কান্দির তৃণমূল নেতারো সাংবাদিক ডেকে সরব হয়েছেন হুমায়ুনের বিরুদ্ধে। সাংবাদিক সম্মেলনে ছিলেন কান্দির টাউন তৃণমূল তৃণমূল সভাপতি দেবল দাস, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটকরা। কান্দিতে দাঁড়ানোর হুমায়ুনের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন দেবল দাস।
