এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir হুমায়ুনের বিরুদ্ধে এবার TMC শ্রমিক সংগঠনের নেতারাও

Published on: October 28, 2025
Humayun Kabir (2)

Humayun Kabir কখনও জেলা সভাপতি অপূর্ব সরকার, কখনও বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান সেখ, আবার কখনও রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। তৃনমূলের বিতর্কিত নেতা ভরতপুরের TMC  বিধায়ক হুমায়ুন কবিরের একের পর এক বিতর্কিত মন্তব্যে নিশানা তৃনমূলেরই একাধিক নেতৃত্বের দিকে। একদিকে অস্বস্তি বাড়ছে দলের অন্দরে, অন্যদিকে একে একে মুখ খুলছেন প্রতিবাদীরা। ইতিমধ্যেই হুমায়ুনের বিরুদ্ধে মুখ খুলেছেন বহরমপুর -মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আবুল কাওসার, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী ফতেমা বিবি। এবার প্রতিবাদে সরব বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নিলিমেষ বিশ্বাস। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরে বিরুদ্ধে মঙ্গলবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করলেন আইএনটিটিইউসি নেতারা  ।

আরও পড়ুনঃ Humayun Kabir বর্ণময় হুমায়ুন। কতদূর পড়াশোনা ? সম্পত্তি কতো ?

Humayun Kabir ইস্যুতে কী দাবি INTTUC নেতাদের ?

আইএনটিটিইউসির বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি  নিলিমেষ বিশ্বাস বলেন, ” আমি কাজ করেছি, দল ভালো মনে করেছে জেলার দায়িত্ব দিয়েছে। দল যদি মনে করে আমি কাজের অযোগ্য দল আমাকে রাখবে না। সেটা দল ঠিক করবে, কোন বিধায়ক বলছে ছবি টাঙানো! আমার ছবিতে ভোট হবে একথা আমরা কাউকে বলিও না। যে ভোটে জিতেছে সে আগামি দিনে আমাদের নেত্রী, নেতার ছবি বাদ দিয়ে ভোটে দাড়িয়ে ভোটে জিতলে জানব তাঁর জনপ্রিয়তা অনেক বেশী” ।

আরও বলেন, ” বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করছেন হুমায়ুন কবির। আগামি দিনে উচ্চ নেতৃত্ব ঠিক করবেন তারা কী করবেন। আমরা মনে করেছি এর প্রতিবাদ করা উচিৎ। আমরা আইএনটিটিইউসি করি, শ্রমিক সংগঠন করি। তিনি কোনদিন শ্রমিক সংগঠন করেছেন বলে মনে হয়না। কোন সুস্থ, স্বাভাবিক মানুষ যারা কোন দলও করে না তারা এই মন্তব্যকে সমর্থন করছে না” ।

Humayun Kabir কী বলেছিলেন হুমায়ুন ?

Humayun Kabir উল্লেখ্য, গত ২৩ অক্টোবর, ভাইফোঁটার দিন হুমায়ুন কবির বলেছিলেন, ” যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের এক এক জনের কী পজিশন, কোথায় ছিল আর কোথায় এসেছে তাদেরকে কতটা, কীভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে! অপূর্ব সরকার, ভীস্মদেব কর্মকার, নিলিমেষ বিশ্বাস, কাউসার হোসেন, ফতেমা বিবি, নাজমুল মিঞা- এই নেতাদের ছবি দেওয়ালে দেওয়ালে টাঙিয়ে দিলেই ভোট অটোমেটিক হয়ে যাবে। ২৬ এ সুন্দরভাবে মানুষ ভোট দেবে এইসব নেতাদের গঠন দেখে, চলাফেরা দেখে। একদিকে হুমায়ুন কবির, অন্যদিকে দল বেঁধে প্রতিবাদে এক ঝাঁক নেতা। বেলাগাম হুমায়ুনে অস্বস্তি মুর্শিদাবাদ জেলা তৃনমূলে। কী হবে এরপর! জল্পনাও বাড়ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now