এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir হুমায়ুনের ২ বিরোধী ফিরে পেলেন চেয়ার

Published on: December 24, 2025
Humayun Kabir

Humayun Kabir  হুমায়ুন সরতেই চেয়ার ফেরত পেলেন ভরতপুরের ২ তৃণমূল নেতা। ভরতপুর ১ এবং ২ ব্লকের সভাপতির নাম প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। ভরতপুর ১ ব্লকের সভাপতি করা হয়েছে নজরুল ইসলাম ওরফে টারজেনকে। অন্যদিকে ভরতপুর ২ ব্লকের সভাপতি করা হয়েছে মোস্তাফিজুর রহমান সুমনকে। দুজনই ফিরেছেন নিজের পদে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে এই দুই ব্লক সভাপতির বিবাদ চরমে উঠেছিল। দুই ব্লক সভাপতিকে সরানোর দাবিতে বারবার সরব হয়েছিলেন হুমায়ুন,।

Humayun Kabir  সেপ্টেম্বরের শেষ দিনে জেলাজুড়ে নতুন ব্লক সভাপতিরদের নাম ঘোষণা করেছিল তৃণমূল, সেবার ভরতপুর ১ ও ২ ব্লকে সভাপতির নাম ঘোষণা করা হয় নি। দুজনকেই দলের জেলা কমিটিতে পদ দেওয়া হয়। এই নিয়ে ছিল অসন্তোষও।  তবে এই বছর ৪ ডিসেম্বর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল। ২২ ডিসেম্বর নিজের দলও ঘোষণা করেন হুমায়ুন। তারপর নিজেদের পদে ফেরানো হল এই নেতাদের।

আরও পড়ুনঃ Humayun Kabir : ভরতপুরে হেরে গেলেন হুমায়ুন কবির !

চেয়ার ফেরত পেয়ে এদিন কর্মীসমর্থকদের সঙ্গে উৎসবে মাতেন মোস্তাফিজুর রহমান সুমন । তিনি দাবি করেছেন, ২০২৬ সালের আগে এলাকায় দলকে শক্তিশালী করাই লক্ষ্য। অন্যদিকে নজরুল ইসলাম ওরফে টারজেনের দাবি, হুমায়ুন কবিরের মসজিদ বা নতুন দলের প্রভাব এলাকায় পড়বে না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now