এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir: শুভেন্দুকে তোলাবাজ তকমা, BJP’কে ঘরে ঢোকানোর হুঁশিয়ারি হুমায়ুনের

Published on: August 13, 2022
humayun kabir

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ভরতপুরঃ হুমায়ুনের আক্রমনের মুখে শুভেন্দু। রাজ্যে শিক্ষক দুর্নীতি ও গোরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেসকে প্রায় প্রতিদিনই তুলোধোনা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী Subhendu Adhikari । এক সময় তৃনমূলেরই মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক ছিলেন তিনি । এবার তাঁকে তোলাবাজ বলে পাল্টা আক্রমন করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক MLA Bharatpur ও একদা সতীর্থ হুমায়ুন কবীর Humayun Kabir । শনিবার একটি দলীয় অনুষ্ঠানে তিনি সরাসরি বলেন, এক্ সময় এই জেলার পর্যবেক্ষক ও সরকারের পরিবহন মন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কোটি কোটি টাকা তোলাবাজি হয়েছে । ইলামবাজারে গোরু পাচারের অভিযোগে যদি অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয় কেন শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হবেন না ? এদিন কান্দি মহকুমার সালারে ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বিচারিতা করছে বলে অভিযোগ তোলা হয় । হুমায়ুন কবীর দাবি করেন, সালারে আগামী পঞ্চায়েত ভোটে ৭ টি গ্রাম পঞ্চায়েত মানুষের ভালোবাসায় তারা জয় পাবেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনে ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বিজেপিকে বুঝে নেব। অনুব্রতর গ্রেপ্তারিতে যে বিজেপি নেতারা গুড়, বাতাসা বিলি করছেন তাদের সাহস নিয়েও প্রশ্ন তোলেন হুমায়ুন। দেন একমাসের মধ্যে ঘরে ঢুকিয়ে দেওয়ার হুমকিও । হুমায়ুন বলেন, “পশ্চিম বাংলায় বিজেপি যদি আমাদের এক আঙুল দেখায়, আমরা চার আঙুল দেখাবো”।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now