Humane Sagar সঙ্গীত জগতে নক্ষত্র পতন। মাত্র ৩৪ বছর বয়সেই থেমে গেল পথ চলা। ওড়িয়া গায়ক হ্যূমন সাগরের Humane Sagar অকাল প্রয়াণে সঙ্গীত দুনিয়া শোকস্তব্ধ, ভারাক্রান্ত অনুরাগীরা। কী হল যে এই পরিণতি হল জনপ্রিয় গায়কের? জানা গেছে, নানান শারীরিক সমস্যা নিয়েই দিন কয়েক আগে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় ওড়িয়া গায়ক হ্যূমন সাগর। ১৭ নভেম্বর রাত ৯.০৮ মিনিটে প্রয়াত হন তিনি। জানা গেছে, ফুসফুসের সংক্রমণ, যকৃৎ বিকল, হৃদরোগ, কিডনির সমস্যা, রক্ত জমাট বাঁধার সমস্যা এবং কম প্লেটলেট-সহ বেশ কয়েকটি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন গায়ক।
Mainul Haques daughter রাজনীতির ময়দানে মইনুল কন্যা ! নতুন সমীকরণ ?
Humane Sagar ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ( Mohan Charan Majhi) এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-এ হ্যূমন সাগরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, “নেপথ্যশিল্পী হ্যূমন সাগরের মৃত্যুতে গভীর শোকাহত। ওঁর প্রয়াণে সঙ্গীত ও চলচ্চিত্র দুনিয়ায় শূন্যতা তৈরি হল। ওঁর পরিবারকে সমবেদনা জানাই। হ্যূমনের আত্মার শান্তি কামনা করি।” ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও শোকপ্রকাশ করেছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “হ্যূমন সাগরের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ। তাঁর হৃদয়স্পর্শী অজস্র গান শ্রোতারা মনে রাখবেন। গায়কের আত্মার শান্তিকামনার পাশাপাশি ওঁর পরিবারকেও সমবেদনা জানাচ্ছি।”
Sheikh Hasina: হাসিনার ফাঁসির রায়, চিন্তা বাড়ছে মুর্শিদাবাদ সীমান্তে
Humane Sagar হ্যূমনের শেষ রেকর্ডিং এখন ভিডিয়ো আকারে ছড়িয়ে পড়েছে। ঝলকে দেখা গিয়েছে, তিনি একটি রেডিয়ো স্টেশনে ‘ভাগ্যরেখা’ গানটি গাইছেন। প্রসঙ্গত, গানটি ২০২৪-এর একটি ওড়িয়া অ্যালবাম ‘ভাগ্যরেখা’য় শোনা গিয়েছিল। এই ভিডিয়ো যে তাঁর শেষ ভিডিয়ো হবে, কে জানত!















