এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

HS Murshidabad Topper উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ ডোমকলের তুহিন

Published on: October 31, 2025
HS Murshidabad Topper

HS Murshidabad Topper  উচ্চমাধ্যমিকের মেধাতালিয়ায় মুর্শিদাবাদের মুখ রাখলেন ডোমকলের পড়ুয়া তুহিন আখতার। শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার  প্রথম পর্বের ফলঘোষণা হল । পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ঘোষণা করা হল ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের WBCHSE সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এদিন থার্ড সেমিস্টারের পরীক্ষার মেরিট লিস্ট প্রকাশ করেন। সেখানেই দেখা যায়,  রাজ্যে ষষ্ঠ হয়েছেন মুর্শিদাবাদ মডেল স্কুলের ছাত্র তুহিন আখতার।

আরও পড়ুনঃ Higher Secondary: উচ্চমাধ্যমিকে টুকলির স্তূপ ! বাধা দিতেই ক্ষোভ হরিহরপাড়ায়

HS Murshidabad Topper  এবারের মেরিট লিস্টে তুহিনই মুর্শিদাবাদের একমাত্র প্রতিনিধি। সাফল্যে খুশি পড়ুয়া। জানিয়েছেন, আশা ছিল ভালো ফলের। জানিয়েছেন, স্কুলে যাওয়ার দরকার পরতো না। বারীতেই চলতো পড়াশোনা। ভবিষ্যতে আইআইটিতে করতে চান পড়াশোনা।

HS Murshidabad Topper  ছেলের সাফল্যে গর্বিত পরিবারও। তুহিন আখতারের বাবা  জানিয়েছেন  আশা ছিল, রাজ্যে প্রথম তিনে থাকবেন তুহিন। এবার টার্গেট ফোর্থ সেমিস্টারে আরও ভালো ফলের। খুশি তুহিন আখতারের মা মুর্শিদা খাতুন।

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now