ডাক্তার হতে চায় রেজিনগরের উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্র রকি ঘোষ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, রেজিনগরঃ দ্রারিদ্রতাকে হার মানিয়ে উচ্চমাধ্যমিকে সফল রেজিনগরের প্রত্যন্ত এলাকার বাসিন্দা রকি ঘোষ। ৪৭০ নম্বর পেয়েছে রকি। আগামী দিনে ডাক্তার হতে চাই কৃতী ছাত্র রকি ঘোষ। বাবা ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান। বাড়িতে রয়েছে মা। রেজিনগর থানার নলাহাটি গ্রামের বাসিন্দা রকি ঘোষ সারগাছি রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন। তাঁর এই সাফল্যের পিছনে বাবা মায়ের পাশাপাশি মিশন স্কুলকেও অনেক ধন্যবাদ জানিয়েছেন জেলার এই কৃতি ছাত্র। স্কুলের পড়াশোনায় তাঁকে এই সাফল্য এনে দিয়েছে বলেন রকি।

ছেলের সাফল্যে গর্বিত তাঁর পরিবার। বাবা ভিনরাজ্য বিহারে আছেন কর্মসূত্রে খবর পেয়ে খুব খুশি তিনি। কৃতি ছাত্রের মা সবসময় তাঁকে পড়াশোনার বিষয়ে সাহায্য করেছেন। একেবারে প্রত্যন্ত এলাকার ছেলে রকি ঘোষ উচ্চ মাধ্যমিকে ভালো ফল করায় উচ্ছ্বসিত এলাকার মানুষও।