কীভাবে মিলবে NAAC স্বীকৃতি ? বহরমপুর কলেজে হল কর্মশালা

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ হাজার চেষ্টা করেও ন‍্যাকের স্বীকৃতি পেতে কালঘাম ছুটে যায় কলেজগুলির। অনেক সময় তীরে এসে ডুবে যায় তরী। সেই অসুবিধা কাটাতে UGC ও রাজ‍্যের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার একটি কর্মশালা হয়ে গেল  বহরমপুর কলেজ ক্যাম্পাসে। এদিন মুর্শিদাবাদ জেলার একটি বি.এড কলেজ সহ ২৭ টি কলেজের অধ্যক্ষ, অধ্যাপকেরা এই কর্মশালায় অংশ নেন। সাথে পার্শ্ববর্তী জেলা নদিয়ার শান্তিপুর কলেজের এক প্রতিনিধি এই কর্মশালায় অংশ নেন।

তাঁদের সঙ্গে NAAC স্বীকৃতি নিয়ে খোলামেলা আলোচনা করেন ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিলের আধিকারিকরা। এদিন রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা কলেজের প্রতিনিধিদের NAAC-এর স্বীকৃতিদানের জন্য কলেজ গুলিকে কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে তা নিয়ে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।২০২৪ সালের মার্চ মাসের মধ্যে জেলার সব কলেজ গুলিকে NAAC-এর স্বীকৃতি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউজিসি স্বীকৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান, সেখানকার গবেষণা পদ্ধতি, পরিকাঠামো-সহ আরও অনেক বিষয় খুঁটিনাটি পর্যালোচনা করে গ্রেড দেওয়া হয় NAAC-এর তরফে। জেলার সব কলেজগুলি যাতে এই স্বীকৃতি পায় সেই উদ্দেশ্যেই এই অধ্যক্ষ অধ্যাপকদের নিয়ে এই কর্মশালা বলে জানান বহরমপুর কলেজের অধ্যক্ষ সমরেশ মন্ডল।