HONDA মোটরসাইকেলর এক্সক্লিউসিভ শোরুম বহরমপুরে

নিজস্ব প্রতিবেদন: মহালয়া এবং বিশ্বকর্মা পুজোর শুভ দিনে বহরমপুর শহরে উদ্বোধন হল মুর্শিদাবাদ HONDA র। হণ্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইনডিয়া প্রাইভেট লিমিটেডের অথরাইজড ডিলার মুর্শিদাবাদ হণ্ডা। এক্সক্লিউসিভ 4s শোরুমের উদ্বোধন হল বৃহস্পতিবার। শোরুমের সাথে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেলস, সার্ভিস স্পেয়ারস এবং সেফটির উপর। বহরমপুরের ভাকুড়িতে তিরুপতি অটোমারট প্রাইভেট লিমিটেড প্রাঙ্গণে মুর্শিদাবাদ হণ্ডার সূচনা পর্বে সাজো সাজো রব।