Home Loan Expo এবার স্বপ্নের বাড়ি আপনারও! সহজ শর্তে হোম লোন দিচ্ছে এই ব্যাঙ্ক

Published By: Imagine Desk | Published On:

Home Loan Expo এবার পূরণ হতে চলে বহরমপুরের বুকে আপনার বাড়ি তৈরির স্বপ্ন। স্বপ্নের বাড়ি তৈরি করতে সেরা সুযোগ এনেছে পিএনবি। হোম লোনের মেলা শহর বহরমপুরে। দুদিনের হোম লোন মেলায় সহজেই মিলবে লোন। এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের পক্ষ থেকে দেশ জুড়ে ৭ ও ৮ই ফেব্রুয়ারী দুদিনের হাউস লোন মেলা শুরু হয়েছে। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের কালেক্টরেট ক্লাবে শুক্রবার থেকে শুরু হল দুদিনের হাউস লোন মেলা PNB Home Loan Expo। আয়োজিত এই গৃহঋণ মেলায় গেলে আপনি পেয়ে যাবেন অভিজ্ঞদের দ্বারা ঋণ নেওয়ার পরামর্শ। একইসঙ্গে থাকবে আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা। যোগ্যতার মানদণ্ড বিচার করে প্রয়োজনীয় নথির ভিত্তিতে দেওয়া হবে হোম লোনের অফার। তাছাড়াও যোগ্য আবেদনকারীদের অন দা স্পট নীতিগত ঋণ অনুমোদন দেওয়া হবে যা জেলার বুকে আপনার বাড়ি তৈরির স্বপ্নকে সহজেই সফল করবে।

Home Loan Expo ব্যাঙ্ক কর্তিপক্ষ জানান-

Home Loan Expo মুর্শিদাবাদ সার্কেল হেড প্রতাপ কুমার বাড়িরঞ্জন জানান, ‘ গ্রাহকদের সাথে আমরা জুড়ে থাকি সবসময়। এবার গ্রাহকদের কাছে আমরা এসেছি। এই ধরনের মেলার উদ্দ্যেশই হল গ্রাহকদের সচেতন করা, লোন নেওয়ার ক্ষেত্রে সুযোগ, সুবিধার ক্ষেত্রে সঠিক পরামর্শ দেওয়া।’ তিনি আরও জানান, ‘ সবথেকে কম হারে সুদ, সর্বোচ্চ তিরিশ বছর। আমরা চেষ্টা করি বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলার মানুষ যাতে সঠিক ভাবে ব্যাংকিং পরিষেবা পান।’

Home Loan Expo স্বল্প সুদে হোম লোনে থাকছে বিশেষ ছাড়। মেলার প্রদর্শনীর মাধ্যমে গ্রাহকদের সামনে তুলে ধরা হয় নানান বিষয়। আবেদনের মাত্র ৩ দিনের মধ্যে লোন পাওয়ার আশ্বাস দেওয়া হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে।

Home Loan Expo হোম লোনের ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যাবে?

Home Loan Expo ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান হাউজিং লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি, ডকুমেন্ট চার্জ ফ্রি। অন্য ব্যাঙ্ক থেকে এলেও ৮.৪০ ইন্টারেস্ট রেটেই লোন পাবেন। শনিবারও চলবে এই হোম লোন মেলা। এদিন অনেক গ্রাহকের হাতে লোনের অনুমোদন পত্র তুলে দেওয়া হয়।