Holi Market জমজমাট দোলের বাজার। চাহিদা তুঙ্গে আবির, মুখোশের

Published By: Imagine Desk | Published On:

Holi Market Holi Market নীল দিগন্তে ফুলের আগুন লেগেছে। রাত পোহালেই রঙের উৎসবে মেতে ওঠার পালা। দোলে জমে উঠেছে রঙের বাজার। বিক্রেতারা সাজিয়ে বসেছেন রঙের পসরা। প্রতিবারই নতুন কিছু না কিছু থাকেই। এবার দোলে স্পেশাল কী? বাজার কাঁপাচ্ছে কে? রং না আবির? বহরমপুরের সুপার মার্কেটে প্রতি বছর রঙের দোকান দেন বহু ব্যবসায়ী। এবারেও ছবিটা একই। বিক্রেতা গৌতম দাস জানান, রংবেরঙের আবিরের চাহিদা সবচেয়ে বেশি। জলরঙের চাহিদা কম। চাহিদা আছে পিচকারি, মুখোশ, অন্যান্য সামগ্রীর।

Holi Market লাল, সবুজ, হলুদ থেকে গেরুয়া, নানা রঙে নিজেদের রাঙিয়ে তোলার দিন। তাইদোলের রঙে রঙিন বাজার। রঙিন শহরবাসীর মন। আবিরের সাথে দোকানে দোকানে ঝুলছে  বাঘ, শিম্পাঞ্জি, বিড়াল নানা আকারের মুখোশ,  টুপি ৷ যা কিনতে ব্যস্ত শহরবাসী। দোল উৎসবে জমে উঠেছে বহরমপুরের বাজার। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন। দোল নিয়ে উন্মাদনা চরমে। বহরমপুরের বিভিন্ন বাজারে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। শিশু থেকে প্রৌঢ়, রং কেনা থেকে বাদ যাচ্ছেন না কেউই ৷ ফলে বিক্রিবাটাও বেশ ভালো হচ্ছে বলছেন ব্যবসায়ীরা।

Holi Market দোলে ছুটবে রঙের ফোয়ারা। নানা রূপ-নানা রঙ সব মিলেমিশে এক। উত্‍সবেরই শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে। জমজমাট দোল-বাজার।