মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ নভেম্বর মাসের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত পালিত হয় বিশ্ব ঐতিহ্য সপ্তাহ। রবিবার এই সপ্তাহের প্রথম দিনে মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সদস্যরা লালগোলা রাজবাড়ি থেকে বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করলেন। মুর্শিদাবাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাসকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে চলেছে এই সংস্থা। এদিন লালগোলা রাজবাড়ি সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সংস্থার সদস্যরা। মুর্শিদাবাদ ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষে সঞ্চিতা চক্রবর্ত্তী জানান, ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ। এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে অনেক ঐতিহাসিক স্থাপত্য। সেরকমই লালগোলার বহু প্রাচীন স্থান ঘুরে দেখলাম আমরা। ইতিহাসের প্রতি অনুরাগ নিয়ে কাজ করে চলেছে আমাদের এই সংস্থা।
এবছর বিশ্ব ঐতিহ্য সপ্তাহের থিম হল, ‘হেরিটেজ চেঞ্জস’। ঐতিহাসিক স্থান ঘুরে দেখার পাশাপাশি এই সব পর্যটক কেন্দ্রগুলিকেও আরও সংরক্ষণের দাবিও তোলেন সংস্থার সদস্যরা।