Historical Murshidabad ঐতিহাসিক মুর্শিদাবাদের উন্নয়নে নতুন সেতু! হল পরিদর্শন

Published By: Imagine Desk | Published On:

Historical Murshidabad ঐতিহাসিক মুর্শিদাবাদ। এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। আর এই পর্যটন শিল্পের উন্নতিতে নতুন প্রস্তাব, পরিকল্পনা। নবগ্রাম থেকে ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে ভাগীরথীর উপর স্থায়ী ব্রিজের দাবি ছিল নদীর দুপারের বাসিন্দাদের। দাবি ছিল বিধায়কেরও। সেই দাবি মতোই এবার  ব্রিজ নিয়ে আশার আলো দেখছেন নবগ্রাম ও লালবাগ শহরের বাসিন্দারা। ভাগীরথীর একদিকে মুর্শিদাবাদ শহর অন্যদিকে নবগ্রাম। দু’পাড়েই রয়েছে পর্যটন কেন্দ্র। বহু পর্যটক মুর্শিদাবাদে আসলেও নৌপথে নদী পারাপার করতে চান না। এর জেরে নদীর অন্যপারে খোসবাগ বা নবগ্রামের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটক সংখ্যা কম হয়। তবে দীর্ঘদিন ধরেই নদীর একপারে আমানিগঞ্জ ও অন্যদিকে খোসবাগ পর্যন্ত ভাগীরথীর উপর সেতু নির্মানের দাবি উঠছিল। শুক্রবার এলাকা পরিদর্শন করলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ পূর্ত দপ্তরের আধিকারিকেরা।

Historical Murshidabad পরিদর্শন প্রসঙ্গে মুর্শিদাবাদ সাবডিভিশন ২ এর অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মিলন ঘোষ জানান, সেতুর দরকার আছে। সরকারেরও প্রচুর আর্থিক ক্ষমতা দরকার। সরকারের যদি সামর্থ্য থাকতে করতে পারে। পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়া হবে।

Historical Murshidabad নবগ্রাম বিধানসভা কেন্দ্রের সদর বলতে ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর। ব্লক অফিস থেকে কোর্ট সবই রয়েছে নদীর পূর্ব পারে। প্রতিদিন নানা কাজে বহু মানুষকে নদী পার হতে হয়। বিপদের ঝুঁকিও থাকে। তবে সেই সমস্যা সমাধান হবে বলেই আশাবাদী নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। তিনি জানান, গঙ্গার পূর্ব দিকে ওপারে বাংলা, বিহার, ওড়িশার রাজধানী মুর্শিদাবাদ। হাজারদুয়ারি, কাটরা মসজিদ, ইমামবারা, মতিঝিল সহ আরও অনেক ঐতিহাসিক কেন্দ্র অবস্থিত। এপারেও রয়েছে কিরীটেশ্বরী, ডাহাপাড়া বিহু পর্যটন কেন্দ্রও। যদিও দুপারের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম জলপথ। অনেকেই এই পথ এড়িয়ে চলেন। ফলে এপার আর ওপারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। পর্যটকরাও এপারে এলে ওপারে যান না, অনেকেই আবার ওপারে গেলে এপারে আসেন না। একটি ব্রিজ নির্মাণ হলে ৫ কিলোমিটারের মধ্যে পূর্ব আর পশ্চিম পাড় যুক্ত হলে পর্যটন স্থানগুলি পরিদর্শন করলে মুর্শিদাবাদ জেলা সেরা পর্যটন জেলা হিসেবে গড়ে উঠতে পারে। অর্থনৈতিক উন্নয়নও হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি করা হয়েছিল। তার প্রেক্ষিতেই এদিন পরিদর্শন হল।

Historical Murshidabad ভাগীরথীর উপর স্থায়ী সেতু নির্মান হলে একদিকে যেমন পর্যটকদের সুবিধা হবে তেমনি বহু মানুষ দ্রুত তাদের কাজে নদী পার হতে পারবেন। এখন দেখার ব্রিজের দাবি কবে পূরন হয়। কবে শুরু হয় কাজ।