Higher Secondary Review : রিভিউ করে উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় শিল্প মন্দিরের পর্ণা

Published By: Madhyabanga News | Published On:

চিরঞ্জিত ঘোষ: ১ নম্বরের জন্য উচ্চ মাধ্যমিকের রাজ্যে প্রথম দশের মেধাতালিকা থেকে ছিটকে যেতে হয়েছিল । পুনর্মূল্যায়নে নম্বর বাড়ায় এবার রাজ্যে সম্ভাব্য ষষ্ঠ স্থানে চলে এলো বহরমপুর গোরাবাজার শিল্প মন্দির বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পর্ণা প্রামানিক । আগে যেখানে পর্ণার নম্বর ছিল ৪৮৮ এবার তা বেড়ে হল ৪৯৩ নম্বর। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যায় পর্ণা বাংলায় পেয়েছিল ৮৭, ভুগোলে ৯৭ এবং অর্থনীতিতে পেয়েছিল ৯৪ নম্বর। এই নম্বর নিয়ে সন্দেহ ছিল পর্ণার। তাই সে খাতা রিভিউয়ের সিদ্ধান্ত নেয়।

রিভিউয়ের ফল প্রকাশের পর দেখা যায় বাংলায় নম্বর বেড়েছে ৩ নম্বর, ভূগোলে বেড়েছে দুনম্বর এবং অর্থনীতিতে বেড়েছে আরও তিন নম্বর। মোট ৮ নম্বর বাড়লেও টপ ফাইভের বিচারে তার ৫ নম্বর বাড়ে।
কলা বিভাগ থেকে এই নম্বর পাওয়ায় উচ্ছ্বসিত পর্ণা। আগামী দিনে সিভিল সার্ভিসে যাওয়ার ইচ্ছে আছে কৃতী ছাত্রীর।
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময় এই ফল হলে আরও বেশি খুশি হওয়া যেত বলে দাবি পর্ণার স্কুলের শিক্ষিকাদের। পর্নার বাবা জলঙ্গীর একটি স্কুলে সহকারি প্রধান শিক্ষক এবং মা ব্লক অফিসে কর্মরত। মেয়ের এই সাফল্যে খুশি
পরিবারও।