Higher education department শুরু কলেজ ভেরিফিকেশন দরকার কোন কোন ডকুমেন্টস ?

Published By: Madhyabanga News | Published On:

Higher education department আজ থেকে শুরু হল নথি স্নাতক স্তরের নথি ভেরিফিকেশন প্রক্রিয়া। ১২ই জুলাই প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তির মেধাতালিকা। তারপর ১৯ দিনের মাথায় পূর্ব নির্দেশানুসারে শুরু হল প্রথম দফার স্নাতক স্তরের নথি ভেরিফিকেশন প্রক্রিয়া। প্রথম দিন কলেজে কলেজে দেখা মিলল ছাত্র-ছাত্রীদের সমাগম। কিন্তু এই কলেজ ভেরিফিকেশনের জন্য লাগছে কোন কোন ডকুমেন্টস ? সেই বিষয়ে জানালেন কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা।

সুজাতা বাগচী তিনি জানান, “প্রথম যে নথি লাগবে সেটি হল  অ্যাডমিশান পোর্টাল থেকে একটি Provisional Admission Certificate বেরোবে। সেটি নিয়ে আসতে হবে। এছাড়াও মাধ্যমিকের সার্টিফিকেট সহ রেজাল্ট নিয়ে আসতে হবে”।

৬ই আগস্ট পর্যন্ত পর্যন্ত চলবে কলেজ ভেরিফিকেশন। তার আগে বিভিন্ন কলেজের সাইটে দিয়ে দেওয়া রয়েছে কোন বিষয়ের ভেরিফিকেশন কবে। ৭ই আগস্ট থেকে শুরু হবে ক্লাস। তার আগে শেষ মুহূর্তে ভর্তি প্রক্রিয়া।