এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ডোমকলে উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার যুবক।

Published on: October 19, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ পুজোর আগে ডোমকলে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার ডোমকলে। গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। পুলিশ সুত্রে জানা গিয়েছে গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাতে ডোমকল থানার পুলিশ অভিযান চালায়। হরিশঙ্করপুর মাঠ থেকে মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজ। ধৃত যুবক ডোমকলের মোহনপুর বটতলা পাড়ার বাসিন্দা। ধৃতকে বৃহস্পতিবার বহরমপুর জেলা আদালতে পাঠায় পুলিশ। কি কারনে আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে ঘুরছিল ওই যুবক তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।

এইনিয়ে মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে দেশি-লোকাল বন্ধুক বাজেয়াপ্ত করল পুলিশ। এত পরিমাণে গোলা-বারুদ কোথা থেকে আসছে। সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়। মাথার ওপর পুজো এমন সময় এতো অত্যাধুনিক অস্ত্র কোন পথে মুর্শিদাবাদে এল। এটাই বারংবার খতিয়ে দেখছে পুলিশ। এবং তাছারাও এখানে কোথাও বন্ধুক তৈরি অবৈধ কারখানা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে পুলিশ। এটি একটি বড়সড় র‍্যাকেট। জড়িত রয়েছে অনেক বড় বড় মাথাও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now