Humayun Kabir শনিবার, ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধংসের দিন মুর্শিদাবাদে (Murshidabad) নতুন মসজিদের শিলান্যাসের কর্মসূচির ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। যা নিয়ে হইচই পড়েছে। দূরত্ব বাড়ার পর বৃহস্পতিবার তৃণমূল তাঁকে সাসপেন্ড করেছে। শুক্রবার সকালেই তিনি জানান, পুলিস অনুমতি না দিলেও কর্মসূচি হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই মসজিদ শিলান্যাস নিয়ে কলকাতা হাইকোর্ট কোনও হস্তক্ষেপ করল না। ফলে আগামীকাল শনিবার মসজিদ নির্মাণে কোনও আইনি বাধা রইল না হুমায়ুনের। শুধু তাই নয়, রাজ্যকে ওই কর্মসূচির জন্যে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।কেন্দ্রীয় সরকারকেও সহায়তা করতে বলা হয়েছে। হুমায়ুন কবিরকেও আইন শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ Humayun Mamata: মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ‘সাসপেন্ড’ হুমায়ুনের
Humayun Kabir মসজিদের নির্মাণের প্রস্তাব সংবিধান বিরোধী বলে অভিযোগ তুল হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। শিলান্যাস নিয়ে মামলাকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি সংবাদ মাধ্যমকে জানান, হাইকোর্ট শুক্রবার জানিয়েছে, এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না। কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছিল আদালত, কেন্দ্র জানায় এলাকাটি সংবেদনশীল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আদালত জানিয়েছে, নিরাপত্তা, আইন শৃঙ্খলায় রাজ্যকে সহায়তা করে কেন্দ্রীয় সরকার।
Humayun Kabir এদিকে ইতিমধ্যে বেলডাঙায় টহল দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বিএসএফ এর জওয়ানেরা রুট মার্চ করছেন ওই এলাকায়। এদিন সকালে রাস্তায় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের দেখা যায়।














