এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

স্কুটি করে হেরোইন পাচার! হাতেনাতে পাকড়াও রেজিনগরে

Published on: October 29, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ স্কুটি করে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। বাইরে থেকে দেখে থরি বোঝা যাবে এ কোনও বেআইনি পাচারকারী? কিন্তু এমন ঘটনায় ঘটল শনিবার বেলায়। রেজিনগরের তকিপুর মাঠপাড়া চৌরাস্তা দিয়ে স্কুটি করে পার হচ্ছিলেন বছর ত্রিশের আনারুল সেখ। তিনি বেলডাঙ্গা থানার সুরুলিয়া বটতলা পাড়ার বাসিন্দা। আর সেখানেই নাকা চেকিং-এ ধরা পড়ল আনারুলের নম্বর বিহীন স্কুটি। আর সেই স্কুটির ডিকি থেকেই উদ্ধার হল। হেরোইন ও হেরোইন তৈরির সামগ্রী। শনিবারই তাঁকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই ব্যাক্তির কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকার নেশার সামগ্রী উদ্ধার করা হয়েছে। বেলডাঙ্গার এসডিপিও সন্দীপ গড়াই জানান, ধৃত ওই ব্যক্তিকে পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। কোথা থেকে ওই ব্যক্তি এই নেশার সামগ্রী নিয়ে আসছিল, আর কীভাবে তার র‍্যাকেড চলত, তদন্তে নেমেছে পুলিশ।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now