Hero Premia in Berhampore যারা বাইক রাইড করেন, অফরোডিং ভালোবাসেন, বাইক নিয়ে চর্চা করেন, তাদের জন্য উপহার হিয়ে হাজির গোল্ডেন মোটরস। কলকাতার পর এবার বহরমপুরে হিরোর ‘প্রিমিয়া স্টোর’ উদ্বোধন হয়ে গেল। এই স্টোরে হিরো, ভিডা এবং হার্লে-ডেভিডসন মডেলগুলি প্রদর্শন এবং বিক্রি করা হবে এবং প্রতিটি ব্র্যান্ডের আলাদা আলাদা জোন থাকবে। প্রিমিয়া শোরুমে থাকবে ১৬০ সিসির উপরের বাইক, স্কুটার।
Hero Premia in Berhampore বিশ্বের বৃহত্তম মোটরবাইক এবং স্কুটার প্রস্তুতকারক হিরো মোটোকর্প এর এক্সক্লিউসিভ হিরো ‘প্রিমিয়া’ শোরুম বহরমপুরে পথ চলা শুরু করায় একদিকে উচ্ছ্বসিত হিরো পরিবার, অন্যদিকে উচ্ছ্বাস বাইক প্রেমীদের মধ্যেও । অক্ষয় তৃতীয়ায় গোল্ডেন automart এর আয়োজন ছিল এলাহি। বহরমপুরের পঞ্চাননতলায় প্রিমিয়ার স্টাইলিশ শোরুমের উদ্বোধনেও ছিল চাঁদের হাট। গোল্ডেন মোটরসের কর্ণধার হিমাদ্রি দাস, রিমি দাস সপরিবারে হাজির ছিলেন। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন হিরোর সার্ভিসের ন্যাশনাল হেড সঞ্জয় সেজওয়াল, ভিডা-র ন্যাশনাল হেড রাজেন পাঠক, হার্লে-ডেভিডসনের ন্যাশনাল হেড বরুণ আগারওয়াল। বিশেষ অতিথিদের উপস্থিতিতে এদিন এক্সক্লিউসিভ প্রিমিয়া শোরুমের উদ্বোধন করলেন ফিতে কেটে। উদ্বোধনী পর্বেই লঞ্চ হল ৩ টি বাইক। হিরো Xtreme 250, xplus 210, harley davidson 440x
Hero Premia in Berhampore হিরো প্রিমিয়া হল হিরো মোটোকর্পের একটি প্রিমিয়াম ডিলারশিপ নেটওয়ার্ক, যেখানে তারা তাদের প্রিমিয়াম মোটরবাইক এবং স্কুটার বিক্রি করে। এই ডিলারশিপে হিরো ছাড়াও, Harley Davidson, ভিডা ইলেকট্রিক স্কুটার, মAVRICK, Xpulse, Karizma এবং Xtreme-এর মতো প্রিমিয়াম বাইক ও স্কুটার পাওয়া যায়। লক্ষ্য হল গ্রাহকদের একটি উন্নত এবং আধুনিক রাইডিং অভিজ্ঞতা প্রদান করা। আধুনিক স্থাপত্য, আকর্ষণীয় ডিজাইন এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে প্রিমিয়া স্টোরে। যা গ্রাহকদের একটি আধুনিক এবং আকর্ষণীয় পরিবেশ প্রদান করে।