Health Update স্বাধীনতা দিবসে নজির। ১ দিনে ৩৯ স্টেন্ট বসালেন নদীয়ার চিকিৎসকেরা

Published By: Imagine Desk | Published On:

Health Update স্বাধীনতা দিবসের দিনটা যখন সারা দেশে ছুটি ও উদ্‌যাপনের আবহে কাটছে, তখন নদীয়া জেলার কল্যাণীতে ঘটল এক অনন্য কীর্তি। গান্ধী মেমোরিয়াল হাসপাতালে Gandhi Memorial Hospital  মাত্র একদিনে ২৮ জন রোগীর হৃদযন্ত্রে বসানো হল মোট ৩৯টি স্টেন্ট।

Health Update  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৩ জন নারী। প্রত্যেকেই বর্তমানে সুস্থ আছেন। এই নজিরবিহীন চিকিৎসা অভিযানে নেতৃত্ব দেন হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট ডাঃ  চন্দন মিশ্র DrChandan Mishra । তাঁর সঙ্গে ছিলেন দক্ষ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের একটি বড় দল।

Health Update  মিশ্র জানান , প্রতিটি অস্ত্রোপচার অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন  করা হয়েছে । এত কম সময়ে এত সংখ্যক রোগীর জন্য স্টেন্ট প্রতিস্থাপন সত্যিই বিরল ঘটনা।  চিকিৎসক মহলের মতে, জাতীয় তো বটেই, আন্তর্জাতিক ক্ষেত্রেও এক দিনে এতজন রোগীর উপর সফলভাবে স্টেন্ট বসানোর উদাহরণ খুবই বিরল।

এর আগে এই বছরই এপ্রিল মাসের শেষের দিকে   মাত্র 9 ঘণ্টায় 109 জনের অ্যাঞ্জিওগ্রাম বা অ্যাঞ্জিওগ্রাফি করা হয়   এই হাসপাতালে। সেবারও  চিকিৎসক চন্দন মিশ্রর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে ৷

Health Update  রাজ্য সরকারের গান্ধী হাসপাতালে রোগীদের  চিকিৎসা হয় বিনামূল্য। এই পরিষেবা পেয়ে খুশি রোগীরাও।  বিশেষজ্ঞদের দাবি, এ ধরনের সাফল্য শুধু চিকিৎসকদের পারদর্শিতা নয়, হাসপাতালের পরিকাঠামো ও সমন্বিত টিমওয়ার্কেরও প্রমাণ। স্বাধীনতার দিনে এই সাফল্য, তাই যেন চিকিৎসাক্ষেত্রের ‘স্বাধীনতার জয়ধ্বনি’।

 

See also  কাভেরীতে সোনা জিতলেন চার বিজেতা