Health Tips আয়রনের ঘাটতি মেটাবে এই তিন ম্যাজিক ড্রিঙ্ক

Published By: Imagine Desk | Published On:

Health Tips  বিশ্বের অধিকাংশ মহিলাই রক্তে হিমোগ্লোবিনের অভাবে ভোগেন। যার প্রভাবে দেখা দেয় দুর্বলতা, শ্বাসকষ্ট, অবসাদের মতো নানান শারীরিক সমস্যা। ঋতুচক্র, সন্তানধারণের সময়ে এই সমস্যা আরও বাড়ে। রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় তখনই হিমোগ্লোবিনের ঘনত্ব কমতে থাকে। রক্তে অক্সিজেনের সরবরাহও কমে যায়। রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব কমলে চেহারাতেও তার ছাপ পড়ে। প্রচণ্ড ক্লান্তি ভাব, সামান্য পরিশ্রমেও ধকল হয়। এই সমস্যা সমাধানে আয়রন ট্যাবলেট খাওয়ার পরামর্শই দেন চিকিৎসকেরা। তবে শুধু ওষুধ নয়, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখতে এই তিন রকমের পানীয় কাজ করবে ম্যাজিকের মতো।

Health Tips  বিট ও গাজরের রস

Health Tips  এই পানীয় আয়রন, ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। বিটরুট, গাজর এবং আপেল ভাল করে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিন। সমস্ত উপকরণ ব্লেন্ডারে দিয়ে মসৃণ স্মুদি তৈরি করুন। গ্লাসে ঢেলে লেবুর রস মিশিয়ে নিন।

Health Tips বেদানা ও আমলকির রস

Health Tips  বেদানার দানা এবং আমলকি ছোট ছোট টুকরা করে নিন। ব্লেন্ডারে দুটি উপকরণ দিয়ে ভাল করে পিষে নিন। এ বার ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে লেবুর রস ও গোলমরিচ ছড়িয়ে খেতে পারেন।

Health Tips খেজুর, কিশমিশ ও তিলের শরবত

Health Tips  ৪-৫টি খেজুর, ১০-১২টি কিশমিশ ও ও চামচ তিল একসঙ্গে এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন। সকালে ভিজিয়ে রাখা মিশ্রণটি জল বা দুধের সঙ্গে ব্লেন্ডারে দিয়ে দিন। ভাল করে পিষে নিয়ে ঘন স্মুদি তৈরি করুন। রোজ সকালে এই পানীয় খেলে রক্তাল্পতার ঝুঁকি কমবে।