Hazarduari Utsav 2024 বছর শেষে হাজারদুয়ারি উৎসব মেলায় মেতে উঠল মুর্শিদাবাদ

Published By: Imagine Desk | Published On:

Hazarduari Utsav 2024  বড় দিনের সন্ধ্যায় ঐতিহাসিক মুর্শিদাবাদে এই প্রথম শুরু হল হাজারদুয়ারি  উৎসব ও মেলার । পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের সহযোগিতায় মুর্শিদাবাদ পৌরসভার Murshidabad Municipality উদ্যোগে বুধবার সন্ধ্যায় হাজারদুয়ারি উৎসবের সূচনা হল মহা সমারোহে। মেলা থেকেই মূলত পৌর নাগরিকদের ডেঙ্গি প্রতিরোধ, প্লাস্টিক মুক্ত সমাজ গড়া সহ নানান বিষয়ে সচেতন করা হয়। উৎসব ও মেলার উদ্বোধন করেন লালবাগের মহকুমা শাসক বনমালী রায়, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর সহ প্রশাসনিক আধিকারিকেরা।

Hazarduari Utsav 2024  লালবাগের এসডিও বনমালী রায় বলেন, ” ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর, প্রচুর নিদর্শন আছে এখানে। সেই কথা ভেবেই ‘হাজারদুয়ারি উৎসব’ নাম দেওয়া হয়েছে। সাত দিনের এই উৎসব চলবে মুর্শিদাবাদ পৌরসভার ব্যবস্থাপনায় চলবে। জনসচেতনতা গড়ার ক্ষেত্রেও বিশেষ বার্তা দেওয়া হচ্ছে”।

Hazarduari Utsav 2024  লালবাগের আস্তাবল মাঠে হাজারদুয়ারি উৎসব ও মেলায় রয়েছে ৩০ টি স্টল। ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে হাজারদুয়ারি উৎসব ও মেলা। এই স্টল গুলিতে বিভিন্ন ধরণের হস্তশিল্পের সম্ভারের পাশাপাশি রয়েছে খাবারের স্টলও। প্রথম দিনই হাজারদুয়ারি উৎসবে ভিড় ছিল চোখে পরার মতো। বছর শেষে উৎসবের আমেজে মুর্শিদাবাদের মানুষ। কচিকাঁচা থেকে বড়দের ভিড় হয়। হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Hazarduari Utsav 2024  মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর জানান, ” প্রচুর মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। আমরা গর্বিত ঐতিহাসিক এই ময়দানে মেলা হচ্ছে। মুর্শিদাবাদ পৌরসভা এই প্রথম উৎসব ও মেলার আয়োজন করেছে। ”