Hazarduari দূরে মঞ্চে ‘দিদি’! সভার ভিড় ছেড়ে হাজারদুয়ারিতে রেকর্ড ভিড় অনুগামীদের

Published By: Imagine Desk | Published On:

Hazarduari মঞ্চে তখন ব্যক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে সভা ছেড়ে হাজারদুয়ারি বেড়াতে এলেন অনুগামীরা।
নতুন বছরের প্রথম দিনকেও টপকে গেল ভিড়ের রেকর্ড! ২০ শে জানুয়ারি সোমবার ইতিহাসের শহর মুর্শিদাবাদে রেকর্ড ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না। ইমামবাড়ার ঠিক পেছনেই নবাব বাহাদুর ইন্সটিটিউশনের মাঠ। সেই মাঠেই প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভা চলাকালীনই অনেকেই ছুটলেন হাজারদুয়ারি দেখতে। সভার সকাল থেকেই তৃণমূল নেতা, কর্মীরা মুখ্যমন্ত্রীর সভাস্থলে আসতে শুরু করেন, সেই সাথে পাল্লা দিয়ে ভিড় জমতে শুরু করে মুর্শিদাবাদের প্রধান পর্যটন কেন্দ্র হাজারদুয়ারিতে। দুপুরের দিকে ভিড় হয় সবচেয়ে বেশী। প্যালসে ঢোকার মুখে মেন গেটে রীতিমতো হুড়োহুড়ি হয়। গেট ঠেলে ভেতরে প্রবেশ করেন সভায় আসা কর্মী , সমর্থকেরা। থিক থিক করে ভিড়।

Hazarduari  কী বললেন তৃণমূল কর্মীরা?

Hazarduari ডোমকল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি নুরুল ইসলাম বলেন, ” সভায় খুব ভিড়। দূর থেকে দিদিকে দেখাই যাচ্ছে না। তাই হাজারদুয়ারি দেখতে এসেছি।” নওদা থেকে আসেন আরেক তৃণমূল কর্মী দিলুয়ার হোসেন। মমতার সভায় এসে ঘুরলেন নবাবি শহরের স্থাপত্য। বলেন, ” সভাস্থল ছোট। ভিড় বেশী। বাধ্য হয়েই হাজারদুয়ারি ঘুরলাম।”

Hazarduari সভায় এসে একদিকে রথদেখা অন্যদিকে কলাবেচা সারলেন এভাবেই। অনেকেই আবার হাজারদুয়ারি প্যালেস ঘুরে মাঠ থেকেই মাইকে বক্তব্য শুনলেন মুখ্যমন্ত্রীর। কান্দি থেকে নবাবি শহর মুর্শিদাবাদে আসেন যশোহরি আনোখা ২ গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য নকুল চন্দ্র মিস্ত্রি। বললেন, ” অনেককে সাথে নিয়ে এসেছেন। হাজারদুয়ারি দেখার আবদার রাখতেই ঘুরতে এসেছেন।

Hazarduari এদিন তৃণমূল কর্মী, সমর্থকদের রেকর্ড সংখ্যক ভিড় ছিল হাজারদুয়ারীতে। এই ভিড়ের মাঝেই অস্বস্তিতে পরেন বাইরে থেকে হাজারদুয়ারি দেখতে আসা পর্যটকেরা। মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া থেকে এদিনই মুর্শিদাবাদ শহরে বেড়াতে আসেন পর্যটক সুভাষ বেড়া তার সঙ্গী সাথিদের নিয়ে। বলেন, ” দিদির মিটিং এ এসে জবরদস্তি হুড় হুড় করে ভিড় বাড়ে। টিকিট কেটেও প্যালেসে ঢোকা যায় নি। ভিড়ে পদপৃষ্ঠ হওয়ার উপক্রম”।