Hariharpara STF জঙ্গি যোগে ধৃত মিনারুলের প্রতিবেশীকে তলব STF এর

Published By: Imagine Desk | Published On:

Hariharpara STF জঙ্গি সন্দেহে হরিহরপাড়া থেকে দুজনকে আগেই গ্রেফতার করেছে এসটিএফ STF। এবার জঙ্গি সন্দেহে ধৃত হরিহরপাড়ার মাগুড়া গ্রামের বাসিন্দা মিনারুল সেখের প্রতিবেশীকে হাজিরা দেওয়ার নোটিশ বেঙ্গল এসটিএফের। সূত্রের খবর, মঙ্গলবার হরিহরপাড়ার রুকুনপুর পঞ্চায়েতের মাগুড়া গ্রামের বাসিন্দা বছর পঞ্চাশের রফিকুল ইসলামের বাড়িতে হানা দেয় এসটিএস। তবে তিনি বাড়িতে না থাকায় পরিবারের সদস্যদের কাছে নোটিশ ধরানো হয়। ২৭শে জানুয়ারী কলকাতা এসটিএফ অফিসে STF Kolkata Office হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

Hariharpara STF উল্লেখ্য, গত ১৮ই ডিসেম্বর হরিহরপাড়ার মাগুড়া গ্রামের মিনারুল সেখ ও নিশ্চিন্তপুরের বাসিন্দা আব্বাস আলীকে গ্রেফতার করে আসাম এসটিএফ। এবার ধৃত মিনারুলের প্রতিবেশী রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে চায় বেঙ্গল এসটিএফ। বুধবার বহরমপুরে আইনজীবীর সাথে দেখা করতে আসেন রফিকুল ইসলাম। সেখানেই তিনি জানান, ফোনে তাঁর সাথে মিনারুলের চাষবাস সংক্রান্ত বিষয় নিয়ে কথা হয়েছিল। সেই সুত্র থেকেই তাঁর ফোন নম্বর পেয়ে থাকতে পারে।”

আড়ও পড়ুন- Fake Passport Case, militants link এবার হরিহরপাড়ায় জঙ্গি যোগ? জাল পাসপোর্ট চক্রে অসম STF এর জালে ২