Hariharpara Road পথশ্রী প্রকল্পের অধীনে নির্মীয়মাণ রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার Hariharpara রুকুনপুর গ্রাম পঞ্চায়েতের Rukunpur Gram Panchayat বাসিন্দারা। জানা গিয়েছে, চারা কাপুড়তলা থেকে তালতলা পর্যন্ত প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের একটি ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে পাঁচ দিন আগে। অভিযোগ, রাস্তায় যে ইট ব্যবহার করা হচ্ছে, তা অত্যন্ত নিম্নমানের। এই অভিযোগে রবিবার সকালে রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা।
Hariharpara Road রাস্তা নিয়ে কী বলছেন গ্রামের মানুষ ?
স্থানীয় বাসিন্দা নবাব সেখ বলেন, “এত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হলে তা টিকবে না। সরকারি প্রকল্পের নামে এমন অনিয়ম মানা যায় না।”গ্রামবাসী মোক্কেস সেখ প্রশ্ন তোলেন, “মাঠের রাস্তা কেন নিম্নমানের সামগ্রী দিয়ে হবে? আমরা ভালো রাস্তা চাই। সরকারকে বিষয়টি দেখতে হবে।” কাজ বন্ধ থাকায় ফিরে যেতে হয় শ্রমিকদের। শ্রমিক অর্জুন দাস বলেন, “কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমাদের দিনমজুরি নষ্ট হল। দ্রুত সমস্যার সমাধান হওয়া দরকার।”
যদিও ঠিকাদার সংস্থার দাবি, নির্দিষ্ট সিডিউল মেনেই কাজ করা হচ্ছে। এক ঠিকাদার প্রতিনিধি জানান, “আমরা সিডিউল মেনেই কাজ করছি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে।”