Hariharpara Nouka Baichবেলডাঙা থেকে হরিহরপাড়ায় বাইচ প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা

Published By: Imagine Desk | Published On:

Hariharpara Nouka Baichনৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে উন্মাদনার ছবি বেলডাঙা Beldanga  থেকে হরিহরপাড়ায় । বেলডাঙার বেনাদহ যুবক বৃন্দের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে আসছে। গত তিন বছর বেনাদহ আসখাঁটি বিলে জল না থাকায় তা বন্ধ ছিল। এবছর বিলে জল থাকায় আবারও এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার মুর্শিদাবাদ Murshidabad  ছাড়াও আশেপাশের জেলা থেকে প্রায় ১৭টি দল এই নৌকা বাইচে অংশ নেন। দীর্ঘদিনের এই নৌকা বাইক প্রতিযোগিতা দেখতে বিলের দুধারে ভিড় জমান বহু উৎসাহী মানুষ। মোট চারটি বিভাগে চলে এই নৌকা বাইচ প্রতিযোগিতা।

Hariharpara Nouka Baichযুব সমাজকে মোবাইল থেকে দূরে রাখতে অভিনব উদ্যোগ নেওয়া হয়  হরিহরপাড়ায়। জলস্তর কমতেই ভৈরব নদীতে একদিনের ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা। এলাকায় ক্রিকেট বা ফুটবল মাঠ না থাকায় যুব সমাজের অনেকেই মোবাইলে আসক্ত হয়ে পরে। তাদের মূলস্রোতে ফেরাতে গত বছর থেকে স্বরুপপুর মন্ডল পাড়া যুব সংঘের উদ্যোগে শুরু হয়েছে ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা। রবিবার স্বরূপপুরের শীবনগর ঘাট থেকে মধ্যপাড়া ঘাট পর্যন্ত এই ডিঙ্গা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহন করে ৯ জন প্রতিযোগী। এদিন প্রতিযোগিতা দেখতে ভৈরব নদীর দুধারে ভিড় জমান উৎসাহী মানুষ। প্রশাসনিক ভাবেই ভৈরব নদীতে ছিল কড়া প্রহরাও। এদিন ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা ঘিরে এলাকায় ছিল উৎসবের মেজাজ।