Hariharpara News মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বাড়িতে বোমা বিস্ফোরণের Bomb Blast ঘটনার পর এবার আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার TMC Worker arrested with firearms বাড়ির মালিক স্থানীয় তৃণমূল কর্মী। গত ২২শে জুলাই হরিহরপাড়া থানার Hariharpara Police Station অন্তর্গত সলুয়া আকুন্দবেড়িয়া এলাকায় তৃণমূল কর্মী কাসেম আলী সেখের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। উড়ে যায় শৌচাগারের একাংশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই ঘটনার তদন্তে নেমে বুধবার বিকেলে হরিহরপাড়ার ডলটনপুর আইটিআই কলেজ সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক করা হয় কাসেম আলী সেখকে। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। বৃহস্পতিবার ধৃতকে ৭ দিনের হেফাজতে চেয়ে বহরমপুরে সিজেএম কোর্টে তোলা হয়।
Hariharpara News তৃণমূল কর্মী গ্রেফতারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর Political Pressure। তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। হরিহরপাড়া ব্লক কংগ্রেস Congress সভাপতি জুলফিকর আলী খান বলে, ‘বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তৃণমূল জানে তাদের পাশে সাধারণ জনগণ নেই। তাই তারা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টির চেষ্টা করছে। যার বাড়িতে বিস্ফোরণ সে তৃণমূলের সেক্টর ইন চার্জ, তৃণমূলের নেতা। তাঁর বাড়িতে বোমা বিস্ফোরণ হল। সেই নেতার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার।

Hariharpara News বিরোধীদের কটাক্ষ উড়িয়েছে তৃণমূল TMC। পাল্টা দাবী হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি আহাতাবউদ্দিন সেখের। তিনি বলেন, কোন নেতা, মন্ত্রী যেই হোক না কেন দল কোনদিনও বলে নি কাউকে যে আগ্নেয়াস্ত্র রাখার জন্য। দল প্রশ্রয় দেয় না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে যারা চলে তারা এই কাজ করে না। তবুও যেহেতু নাম জড়াচ্ছে , তৃণমূলের নাম ভাঙিয়ে অনেকে অনেক কিছু করার চেষ্টা করছে, প্রশাসন সঠিক যা করার করবে।
