Hariharpara News পুলিশের জালে তৃণমূল কর্মী! কী ঘটল হরিহরপাড়ায়?

Published By: Imagine Desk | Published On:

Hariharpara News  মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল প্রধানের স্বামী। উদ্ধার হয়েছে একটি কার্বাইন ও গুলি। সোমবার ধৃতকে হেফাজতে চেয়ে কোর্টে পাঠায়  হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে স্বরুপপুরের রামগোপাল বাগান সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাহাজামাল সেখ ওরফে জামাল শেখকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। ধৃত ব্যক্তি কান্দি পাড়া এলাকার বাসিন্দা, সে তৃণমূল কর্মী বলে পরিচিত । সোমবার ধৃতকে সাত দিনের হেফাজতে চেয়ে বহরমপুর সিজিএম কোর্টে তোলা হয়। সাহাজামাল সেখ হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রাক্তন প্রধানের স্বামী।

Hariharpara News আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অস্বস্তিতে তৃণমূল শিবির! হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সাফিনুল বিশ্বাস বলেন, ‘ পঞ্চায়েতের প্রধান ছিল, এখন সে দলের প্রধানও না, দলের কোন দায়িত্বেও নেই।  বিগত দিনে যখন প্রধান ছিল, তখন তৃণমূলের সাথে যুক্ত ছিল। তৃণমূলের নিয়ম নীতি মেনে চলত। আজকে আমরা শুনছি যে সমস্ত অসামাজিক কাজকর্মে যুক্ত আছে বলেই আজকে এই ধরনের অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে। তৃণমূলের নেতা নয়! হরিহরপাড়ার নেতা নিয়ামত সেখ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করি। এই ধরনের কাজে যদি কেউ যুক্ত হয় তাকে আমরা সাপোর্টও করি না। প্রশাসন যেভাবেই হোক জানতে পেরেছে। তাকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে মেশিন পেয়েছে। প্রশাসন আইনি ব্যবস্থা নিয়েছে, দলীয় কোন সাপোর্ট একটুও থাকবে না।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র

 

Hariharpara News পাল্টা তোপ কংগ্রেসের।  শাসক তৃণমূলের বিরোধিতায় সরব বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বলেন, ‘ আগ্নেয়াস্ত্র থাকতে হবে তৃণমূল করতে গেলে। বোমা থাকতে হবে, বোমার মশলা থাকতে হবে। মারামারি করতে হবে। টাকা কামাতে হবে। গুন্ডাগিরি করতে হবে। ভোট লুঠ করতে হবে। তবে না তৃণমূলের নেতা হবে, কর্মী হবে। যার কাছে আগ্নেয়াস্ত্র পেয়েছে দেখবেন তার প্রোমোশন হয়ে যাবে।  এই বার অরিজিনাল তৃণমূল হতে পারল সে। কারণ কোমরে মেশিন নিয়ে ঘুরছে।’