Hariharpara News শ্রীঘরে তৃণমূল নেতা! এ কী কাণ্ড হরিহরপাড়ায়!

Published By: Imagine Desk | Published On:

Hariharpara News দোকানে চকলেট ও টাকা চুরির অভিযোগে এক কিশোরকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েত সদস্যের স্বামী।   নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা সহ আরও এক যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়ায়।  জানা গিয়েছে, শুক্রবার বিকেলে হরিহরপাড়ার গোবরগাড়া গ্রামে চুরির অভিযোগে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে হরিহরপাড়ার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী, তৃণমূল নেতা রাজেমুদ্দিন শেখের বিরুদ্ধে। মারধরের মুহূর্তের ছবি ভাইরাল  হয় সামাজিক মাধ্যমে। তারপরেই  হরিহরপাড়া থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতা রাজেমুদ্দিন শেখ ও এলাকারই বাসিন্দা রবিউল ইসলামকে। শনিবার ধৃতকদের বহরমপুরে কোর্টে পাঠায় পুলিশ।

Hariharpara News তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা চাঞ্চল্যকর অভিযোগে  কার্যত অস্বস্তিতে স্থানীয় ব্লক নেতৃত্ব। আইনি ব্যবস্থা না নিয়ে মারধর ঠিক হয়নি, ভুল করেছে, প্রতিক্রিয়া হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সাফিনুল বিশ্বাস। তিনি জানান, মারধর না করে প্রশাসনের হাতে তুলে দিতে হত। দুজনকে আটক করা হয়েছে। প্রশাসনিকভাবে পুলিশ যা করার করবে।  আমরা পাশেও নেই। রাজ্য ও জেলা নেতৃত্ব কাউকে জুলুম করার কথা বলেন না। ভুল করেছে, আইনতভাবে প্রশাসন যা করার করবে।