Hariharpara News প্রাকৃতিক দুর্যোগে চরম দুর্ভোগে পড়েছেন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার সবজি চাষিরা। লাভের আশায় বিঘা বিঘা জমিতে কেউ লঙ্কা কেউ পটলের চাষ করেছিলেন। কিন্তু মুহূর্তে সব শেষ। ঝড়- বৃষ্টিতে লঙ্কা, পটলের ক্ষেতে জল জমেছে। চাষিরা জানাচ্ছেন, জল নিকাশির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জমিতে জল দাঁড়িয়ে পড়েছে। তার উপর ঝড়ের দাপট। লঙ্ওকা ও পটলের জমি কার্যত জলমগ্ন। ঝোড়ো হাওয়ার দাপটে সবজি গাছ মাটির সাথে মিশেছে। হাজার হাজার টাকা ক্ষতির আশঙ্কায় মাথায় হাত সবজি চাষিদের।
Hariharpara News সপ্তাহ খানেক ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, সোমবার বিকেলের পর থেকেই চলে ঝোড়ো হাওয়ার দাপট। ঝড়বৃষ্টিতেই চরম ক্ষতির মুখে পড়েছেন হরিহরপাড়া থানার অন্তর্গত শ্রীপুর এলাকার সবজি চাষিরা। মঙ্গলবার সকালে জমিতে গিয়েই মন খারাপ চাষিদের। বিঘার পর বিঘা জমির সবজি মাটির সাথে মিশে গিয়েছে। লঙ্কা ও পটল চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে। চাষিরা জানিয়েছেন, লাভের আশায় তারা লঙ্কা ও পটল চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ প্রবল ঝড়বৃষ্টিতে লঙ্কা গাছ ভেঙে গেছে এবং পটল গাছও মাটিতে লুটিয়ে পড়েছে। কীভাবে ক্ষতিপূরণ হবে, উৎকণ্ঠা মনে দিনযাপন হরিহরপাড়ার সবজি চাষিদের।