Hariharpara News হরিহরপাড়া থানা পরিদর্শনে মুর্শিদাবাদের নতুন এসপি IPS কুমার সানী রাজ

Published By: Imagine Desk | Published On:

Hariharpara News মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের দায়িত্বে এসেছেন আইপিএস কুমার সানী রাজ।  মঙ্গলবার সন্ধ্যায় হরিহরপাড়া থানা পরিদর্শন করলেন তিনি। নওদা থানা ঘুরে তিনি সরাসরি হরিহরপাড়া থানায় পৌঁছন মঙ্গলবার সন্ধ্যায়। থানায় পা দিয়েই তিনি ঘুরে দেখেন ঐতিহ্যবাহী হেরিটেজ বিল্ডিং। এরপর থানা প্রাঙ্গণে গড়ে ওঠা হরিণ উদ্যান, আনন্দ আশ্রম, পশু-পাখির সুশৃঙ্খল পরিবেশ ও চন্দ্রদীপ পার্ক তাঁকে ঘুরিয়ে দেখানো হয়। চন্দ্রদ্বীপ সভাকক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে তাঁকে বরণ করে নেওয়া হয়। তরতিপুরের গামছা ও ফুলের তোড়া তুলে দিয়ে নতুন এসপি-কে অভিনন্দন জানান কর্মকর্তারা। অনুষ্ঠানে চন্দ্রদ্বীপ ও হরিহরপাড়া থানার কার্যক্রম, এলাকা ভিত্তিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তাঁকে বিশদে জানানো হয়।

Hariharpara News হরিহরপাড়া থানার পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসপি কুমার সানী রাজ জানান, “এই থানায় প্রথমবার আসলাম। খুবই পরিচ্ছন্ন, সুসজ্জিত এবং গোছানো একটি থানা। এখানকার পরিবেশ শান্তিপূর্ণ, কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। পুলিশ প্রশাসন দক্ষভাবে কাজ করছে, আমি গর্বিত এমন একটি টিম নিয়ে।” তিনি আরও জানান, “আমি নতুন হলেও আমার টিম সর্বদা সতর্ক এবং তৎপর। সাধারণ মানুষ যেন পুলিশের ওপর আস্থা রাখেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং আমাদের সাহায্য করুন, আমরাই ব্যবস্থা নেব।”

Hariharpara News নতুন এসপি-র এই সফরে থানার আধিকারিক, কর্মী ও স্থানীয় প্রশাসনের মধ্যে এক ইতিবাচক বার্তা পৌঁছেছে। জনগণের নিরাপত্তা এবং শান্তি রক্ষায় পুলিশ প্রশাসনের ভূমিকা আরও দৃঢ় হয়েছে বলে মত এলাকাবাসীদের।