Hariharpara News ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে হরিহরপাড়া কলেজের গেটে বিক্ষোভ এসএফআই এর। মঙ্গলবার দুপুরে কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখান এসএফআই এর হরিহরপাড়া হাজী একে খান কলেজ ইউনিট এর সদস্যরা। এসএফআই নেতৃত্বের দাবি কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। কলেজ ক্যম্পাস বহিরাগত মুক্ত রাখতে হবে। একাধিক দাবিতে এদিন কলেজের অধ্যক্ষকে স্মারকলিপিও দেওয়া হয় এসএফআই এর পক্ষ থেকে। এদিন কর্মসূচীতে অংশ নেন এসএফআই এর জেলা সভাপতি ইনজামুল হক । তিনি বলেন, কোর্ট রায় দিলেও এখনও ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এই কলেজও ব্যক্তিক্রম নয়। কলেজে বহিরাগতদের আনাগোনা লেগেই আছে। কলেজে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে।