Hariharpara News শুক্রবার সাত সকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। যাত্রী বোঝাই ট্রেকারের ধাক্কায় প্রাণ গেল স্কুটি চালকের। হরিহরপাড়ার গাড়িনামা এলাকায় ঘটে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হরিহরপাড়ার রুকুনপুরের বাসিন্দা কুদ্দুস হোসেন স্কুটিতে বহরমপুরে যাচ্ছিলেন। পথে গাড়ি নামা এলাকায় একটি ট্রেকারের সাথে স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। যদিও শেষরক্ষা হয়নি চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ট্রেকারটিকে আটক করেছে পুলিশ।
Hariharpara News দুর্ঘটনার জেরে তব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। বেপরোয়া গাড়ি চলাচল, রেষারেষির জেরেই কী দুর্ঘটনা ঘটল? উঠছে প্রশ্ন। পাশাপাশি পথ নিরাপত্তা নিয়েও সচেতনতা জরুরি বলেই মনে করছেন স্থানীয়রা।