Hariharpara News কোথায় ফোন ? বলতেই হরিহরপাড়ার পরিযায়ীর বাড়িতে ভয়ঙ্কর খবর । কেরালা থেকে চরম দুঃসংবাদ এল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার দক্ষিণ তরতিপুর এলাকার বাসিন্দা, বছর ৩৫ এর কলিম শেখ ওরফে পিন্টু কেরালায় Kerala পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবার সূত্রে জানা গেছে, রোজার সময় বাড়ি থেকে একাই কেরালায় রাজমিস্ত্রির কাজে যান কলিম। কাজের সূত্রে বাইরে যাওয়ার পর থেকে পরিবারের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না । ঈদুল আযহার পর একবার মায়ের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা হয় তার। এরপর থেকেই যোগাযোগবিচ্ছিন্ন ছিল।
Hariharpara News আরও পড়ুনঃ Hariharpara হরিহরপাড়াতে রাস্তায় গড়াগড়ি খেল হাত । কীভাবে ?
Hariharpara News জানা গিয়েছে, বাইরে কাজে গেলে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন না তিনি। স্বামী, স্ত্রী কারও সঙ্গেই পরিবারের যোগাযোগ ছিল না।
Hariharpara News কী বলছেন পরিবারের সদস্যরা ?
Hariharpara News মৃতের মা মদিনা বিবি বুধবার সকালে জানান, গতকাল ফোন মারফত জানতে পারি, কলিম আর বেঁচে নেই। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কী কারণে এমন সিদ্ধান্ত নিল, তা এখনও স্পষ্ট নয়। মৃর শ্রমিকের মা জানিয়েছেন , কাটিহারে বিয়ে হয়েছিল কলিম শেখের। দুই সন্তান রয়েছে।

মৃতদেহ কখন হরিহরপাড়ায় এসে পৌঁছাবে সেই আশায় পথ চেয়ে বসে আছেন কলিমের মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতের দিদি রঙ্গিলা খাতুন জানান, কলিমের স্ত্রীও প্রায় এক মাস ফোন করেন নি। বুধবার একটা ফোনে তাঁর ভাই জানান মৃত্যুর খবর। পাঠান ছবিও। সেই ছবিতেই দেখা যায় মৃত্যু হয়েছে কলিম শেখের।















