Hariharpara News খাদ্য সুরক্ষা বিধি মানা হচ্ছে তো? নিয়ম মেনে স্বাস্থ্য সম্মত খাবার বিক্রি হচ্ছে তো ? সরেজমিনে খতিয়ে দেখতে শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় দোকানে দোকানে হানা ফুড সেফটি আধিকারিকদের। শুক্রবার হরিহরপাড়া বাজারে মিষ্টির দোকান থেকে খাবারের দোকানে হানা দেন ফুড সেফটি আধিকারিকরা। The Food Safety and Standards Authority of India – লাইসেন্স আছে কিনা খতিয়ে দেখা হয়।
আরও পড়ুন-Berhampore News স্কুলে স্কুলে বিক্ষোভের পর ডিআই অফিস অভিযান SFI, AIDSO-র
Hariharpara News খাবারের দোকানে হানা, সচেতন করা হল ব্যবসায়ীদের
Hariharpara News দোকানদারদের সাথে কথা বলে কী করবেন আর কী করবেন না সচেতন করা হয় এদিন। জনস্বাস্থ্য রক্ষায়, নিরাপদ খাবার সামগ্রী বিক্রির ক্ষেত্রে নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয় দোকানদারদের। খাদ্য সুরক্ষা আধিকারিকের অভিযানে ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিও। একাধিক দোকানে চলে সরেজমিনে তদন্ত, অভিযান।

Hariharpara News অভিযান নিয়ে কী বার্তা ব্লক স্বাস্থ্য আধিকারিকের?
আরও পড়ুন– Beldanga News বন্ধুর সাথে বেরিয়ে নিখোঁজ যুবক! কী ঘটল?
Hariharpara News হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মহম্মদ সাফি জানান, জেলার ফুড সেফটি অফিসারদের মাধ্যমে জোটবদ্ধ ভাবে ব্লকে যে খাবারের দোকান বা খাবার সামগ্রীর দোকানগুলো আছে সেখানে ভিজিট করা হয়। মূল উদ্দ্যেশ্য হল খাবারের দোকানে খাদ্য সুরক্ষা রেজিস্ট্রেশনের আওতায় আনা , মানুষকে সচেতন করা। এর সাথেই পরিষ্কার পরিচ্ছন্নতা, মেয়াদ উত্তীর্ণ কোন খাদ্য সামগ্রী যাতে না থাকে সেই বিষয়টি নিয়ে সজাগ করা। ক্রেতাদেরও সচেতন করা যে নিয়ম মেনে সামগ্রী বিক্রি হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া।
Hariharpara News এদিন হরিহরপাড়া বাজার এলাকায় একাধিক দোকানে অভিযান চলে। ব্যবসায়ীদের শতর্ক করেন আধিকারিকরা। স্বাস্থ্য বিধি মেনে খাদ্য সামগ্রী বিক্রির নির্দেশ দেওয়া হয়।









