এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Hariharpara News বেহাল রাস্তা ! ধানের চারা পুঁতে বিক্ষোভ হরিহরপাড়ায়

Published on: July 11, 2025
Hariharpara News 

Hariharpara News মাঠে নয় রাস্তায় ধানের চারা পুতে বিক্ষোভ গ্রামবাসীদের। বর্ষায় বৃষ্টিতে চলাই দায়। বারবার জানিয়েও তৈরি হয়নি রাস্তা। রাস্তার দাবিতে ধানের চারা পুতে বিক্ষোভ হরিহরপাড়ার সাহাজাদপুর এলাকায়। জানা গিয়েছে, সাহাজাদপুর এলাকায় সেখ পাড়া ও দাস পাড়া এলাকায় প্রায় ৪০০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষার সময় চলাচলই দুর্বিসহ হয়ে পরে। কাদায় ভরা রাস্তা দিয়েই চলাচল করতে হয় এলাকার বাসিন্দাদের। রাস্তার দাবিতে শুক্রবার রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা।

Hariharpara News  স্থানীয় বাসিন্দা অলোকা দাস বসেন, বাড়িতে টোটো আছে, তবে রাস্তা বেহাল থাকায় তা বাইরে বের করা যাচ্ছে না। টোটো না চললে সংসার কীভাবে চলবে। এলাকার আরও এক বাসিন্দা ট্যামাটুল সেখ জানান, এলাকায় প্রায় ২০০ পরিবারের বসবাস। চারশো মিটার রাস্তা ঢালাইয়ের দাবী নিয়ে বহুবার জানিয়েছেন তবে রাস্তা হয়নি। এখানে কোন দিন রাস্তা তৈরি হয়নি। যদিও এইনিয়ে হরিহরপাড়ার জয়েন্ট বিডিও অমোস তামাং জানান, রাস্তা সমস্যার খবর পেয়েছেন। দ্রুত সমস্যা সমাধানে নজর দেওয়া হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now