Hariharpara News বাংলাদেশে ‘পুশব্যাক’ হওয়া দুই শ্রমিককে ফেরানো হল মুর্শিদাবাদে

Published By: Imagine Desk | Published On:

Hariharpara News অবশেষে মুক্তির স্বাদ পেল ওরা।  মুম্বই পুলিশের হাতে বাংলাদেশি সন্দেহে  ‘পুশব্যাক’ হওয়া মুর্শিদাবাদের দুই পরিযায়ী শ্রমিক ফিরল জেলায়। জেলা প্রশাসনের তৎপরতায় দুজনকেই ফিরিয়ে আনা হয়েছে হরিহর পাড়ায়। মঙ্গলবার হরিহরপাড়া থানায় পুলিশ সংবর্ধিত করল বাংলাদেশ ফেরত দুই পরিযায়ী শ্রমিককে। মুম্বইয়ে কাজে গিয়ে মুম্বই পুলিশ বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছিল হরিহরপাড়া থানার ডল্টনপুর গ্রামের পরিযায়ী শ্রমিক শামীম খান ও তর্তিপুরের বাসিন্দা নাজিমুদ্দিন মণ্ডলকে। সেখান থেকে মুম্বই পুলিশ তাদের বিএসএফের হাতে তুলে দেয়। দুই শ্রমিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। দুই শ্রমিক পরিবার সেকথা জানতে পেরে পুলিশের সাথে যোগাযোগ করে। মুর্শিদাবাদ জেলা পুলিশের সহযোগিতায় বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠকের পর সোমবার কোচবিহার ও উত্তর দিনাজপুর সীমান্ত থেকে শামীম খান ও নিজামউদ্দিন মণ্ডলকে উদ্ধার করা হয়। মঙ্গলবার দুই শ্রমিককে হরিহরপাড়া থানার  পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।  মিষ্টি মুখ করিয়ে ফুলের তোড়া হাতে দিয়ে শুভেচ্ছা জানান হরিহরপাড়া থানার আইসি অরূপ রায়, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ। দুজনের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা শোনা হয়।  দুই শ্রমিক বাড়ি ফেরায় খুশি পরিবারের সদস্যরাও।

Hariharpara News হরিহরপাড়া থানার আইসি অরূপ রায় জানান, এদেশের বাসিন্দা শামীম এবং নিজামুদ্দিন এদেশের বাসিন্দা। কর্মসূত্রে দীর্ঘদিন মুম্বইয়ে ছিলেন। সেখানেই মুম্বই পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে এবং বিএসএফ এর মাধ্যমে পুশব্যাক করা হয় বাংলাদেশে। এই খবর জেলা পুলিশে নজরে আসা মাত্রই জেলা পুলিশ সুপার বিএসএফ এর সাথে যোগাযোগ করেন। দেশে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সোমবারই জেলায় ফিরে এসেছে দুজনে। মঙ্গলবার তারা পরিবারের কাছে ফিরে যায়।

Hariharpara News হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ জানান,  রাজ্য সভার সাংসদ, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের West Bengal Migrant Workers Welfare Board চেয়ারম্যান সামিরুল ইসলাম অনেক চেষ্টা করেছেন। জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপারের মাধ্যমে চেষ্টা করে আজকে এই ফলাফল আমরা পাচ্ছি। কেন মুম্বই পুলিশ কিছু না জেনে এমন করল, এই নীতিকে কোনভাবেই মেনে নিতে পারি না। দুজনকেই পরিবারের কাছে পৌঁছে দেওয়া হল। প্রশাসনকেও ধন্যবাদ জানাই।