Hariharpara News মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বিজয় সেখ। অন্যদিকে বিহারিয়া ও হুমাইপুর দুই অঞ্চল সভাপতিকে বহিষ্কার করল কংগ্রেস। ব্লক কংগ্রেস নেতৃত্বের দাবি দুই অঞ্চল সভাপতি দলে থেকে দল ভাঙানোর কাজ করছিলেন। ২৪ শে এপ্রিল রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্লক কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগের কথা জানান বিজয় সেখ। তিনি জানান, পারিবারিক সমস্যা থেকেই সংগঠনের কাজে সমস্যা। স্বইচ্ছায় পদত্যাগ করেছেন।
Hariharpara News ২৫ শে এপ্রিল সকালে, হরিহরপাড়া ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি জুলফিকর আলী খান সাংবাদিক বৈঠক করে বিহারিয়া অঞ্চল কংগ্রেসের সভাপতি তাফাজুল বিশ্বাস ও হুমাইপুর অঞ্চল কংগ্রেস সভাপতি সাফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কারের কথা জানান। জুলফিকর আলী খান জানান, বারবার ডাকার পরেও কোন মিটিং এ তারা আসেন না। ব্লক কংগ্রেসের মিটিং ডেকে সিদ্ধান্ত হয়। বহিষ্কার করা হয় দুজনকেই।
Hariharpara News উল্লেখ্য, ২২ শে এপ্রিল কংগ্রেস ছেড়ে বহরমপুরে এসে তৃণমূলে যোগ দিয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন মধু। তারই ঘনিষ্ঠ বলে পরিচিত হরিহরপাড়া ব্লক কংগ্রেস সভাপতি বিজয় সেখ। গত ৯ই ফেব্রুয়ারি জাহাঙ্গীর শাহ্ এর জায়গায় হরিহরপাড়া ব্লক কংগ্রেসের দায়িত্ব পেয়েছিলেন বিজয়। সেদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন। তাঁর দলত্যাগের পরেই বিজয় সেখের পদত্যাগ নিয়েও জল্পনা শুরু হয়েছে। হরিহরপাড়ার প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর শাহ জানান, কংগ্রেস হচ্ছে সমুদ্র। সেখান থেকে নেতার জন্ম হয়। হরিহরপাড়া পুনরায় তার জায়গায় থাকবে।
Hariharpara News যদিও বহিষ্কৃত হুমাইপুর অঞ্চল কংগ্রেস সভাপতি সাফিকুল ইসলামের দাবি দুদিন আগেই তিনি দল থেকে পদত্যাগ করেছেন। শুধু ব্লক কংগ্রেস সভাপতিই নন তাঁর সাথে দুই অঞ্চল সভাপতিও কী তৃণমূলের পথে? এই নিয়ে অস্বস্তিতে পড়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, “শাসক দল চাইছে ২৬ এর আগে বিজেপি বনাম তৃণমূল এই পশ্চিমবাংলায় থাকুক। পদত্যাগপত্র পেয়েছি ব্লক কংগ্রেস সভাপতির। গাছ ঠিক থাকলে পাতা আবার গজাবে। চেয়ার ফাঁকা যাবে না, আবার নেতা তৈরি হবে। ”
Hariharpara News ইতিমধ্যেই হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী ২৭ শে এপ্রিল পদযাত্রা ও যোগদান সভার কথা ঘোষণা হয়েছে। কংগ্রেসের ঘর ছাড়ারা তাহলে কি এবার তৃণমূলে? দলবদল প্রসঙ্গে হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি আহাতাবউদ্দিন শেখ জানান, খবর আছে তিনটি অঞ্চলের কংগ্রেস নেতৃত্ব তৃণমূলে আসতে পারেন। সবাইকে স্বাগত। অসুবিধার কিছু নেই। এতে তৃণমূলের ভোট ব্যাঙ্ক বাড়বে। কংগ্রেস, সিপিএম এর এমনিতেই কোন অস্তিত্ব নেই।
Hariharpara News দিন কয়েক আগেই প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল ওরফে মধু কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর পথেই কি হাঁটবেন হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি ও দুই অঞ্চল সভাপতি? মধুর টানে ঘাসফুলে যাবেন তারা? গুঞ্জন শুরু রাজনৈতিক মহলে।