Hariharpara News শিক্ষাঙ্গনের সম্পদ সবুজ সতেজ গাছপালা। আর সেই সম্পদ হারানোর নির্মম ছবি। গাছ কাটার অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে ময়দানে বন দপ্তর। স্কুল চত্বরে লুটোপুটি খাওয়া কাটা গাছের গুঁড়ি সহ ডালপালা দেখলেন বন দপ্তরের আধিকারিক। বৃহস্পতিবারই গাছ কাটার অভিযোগ ওঠে মুর্শিদাবাদের হরিহরপাড়ার গোবরগাড়া হাইমাদ্রাসায়। গাছ কেটে বিক্রির অভিযোগে সরব হন গ্রামবাসীদের একাংশ। তারপরেই শুক্রবার দুপুরে কাটা গাছের গুঁড়ি, ডালপালার মাপজোক করে সেগুলি বাজেয়াপ্ত করে বন দপ্তর।
Hariharpara News গাছ কেটে বিক্রির অভিযোগ
Hariharpara News স্কুলের প্রধান শিক্ষকের নির্দেশেই গাছ কাটা হচ্ছিল বলে দাবী করেছেন স্থানীয় এক ব্যবসায়ী। তাঁর দাবী ১৩ টি গাছ ৪৫ হাজার টাকায় কিনেছিলেন। ব্যবসায়ী রশিদ জানিয়েছেন, গাছ বিক্রি করেছে তাই কেটে রাখা হয়েছে। গাছ কাটতে বাঁধা দেওয়ায় এখন বন্ধ আছে। স্কুলের শিক্ষকরা জানে কেন তারা গাছ বিক্রি করেছেন।’
Hariharpara News অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের
Hariharpara News গরমের ছুটি চলছে। বন্ধ স্কুল। তালাবন্ধ দুয়ারের আড়ালেই নির্বিচারে কাটা হয়েছে একের পর এক গাছ। ক্ষোভে ফুঁসছেন স্থানীয়দের একাংশ। শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানে আসেন গোবরগাড়া হাইমাদ্রাসার প্রধান শিক্ষক বকুল আহম্মেদ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে পাল্টা দাবী করেন। বলেন, বেশ কিছু বড় গাছ আছে সেগুলি ভেঙে গেলে বিপদ ঘটতে পারে। কোর কমিটির সদস্যদের সাথে আলোচনা করে গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সৌন্দর্যায়ন করা হবে। মঞ্চ তৈরি হবে।’
Hariharpara News গাছ কাটার অভিযোগে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয়দের একাংশ। পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হয়? সেইদিকেই তাকিয়ে গোবরগাড়ার বাসিন্দারা।