Hariharpara News খেলার মাঠ দখল স্কুলের পড়ুয়াদের! একী কাণ্ড হরিহরপাড়ায়

Published By: Imagine Desk | Published On:

Hariharpara News কখনো পায়ে পায়ে শট, কখনো বল দখলের লড়াই-  সবুজ মাঠ পেয়ে ফুটবল পায়ে আজ মাঠ দাপাচ্ছে ওরা। এককথায় রীতিমতো মাঠ দখল। পড়ার বাইরে স্মার্ট ফোনে ডুবে না থেকে খেলার মাঠে ওরা দিচ্ছে গোল। ভরদুপুরে খুদে ফুটবলারদের চিয়ার আপ করতে হাজির পুলিশ, প্রশাসনের কর্তাব্যক্তিরাও। বুধবার ৬ টি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতা শুরু হল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। যে প্রতিযোগিতা ঘিরে উন্মাদনাও তুঙ্গে। হরিহরপাড়া চক্রের উদ্যোগে এবং হরিহরপাড়া অবর বিদ্যালয় পরিদর্শকের করণ ও শিক্ষক-শিক্ষিকা সমন্বয় কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে ৬ দলীয় অঞ্চলভিত্তিক লীগস্তরীয় ফুটবল প্রতিযোগিতা।

খেলার মাঠে উন্মাদনা

 

Hariharpara News   মালোপাড়া, চোঁয়া, রুকুনপুর, ধরমপুর এই চারটি অঞ্চলের স্কুল পড়ুয়াদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা শুরু হল।

Hariharpara News বুধবার দুপুরে হরিহরপাড়া কিষাণ মান্ডি মাঠে উদ্বোধনী ম্যাচের শুভ সূচনা করেন হরিহরপাড়া ব্লকের বিডিও ছেরিং জাম ভুটিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, অবর বিদ্যালয় পরিদর্শক শর্মিষ্ঠা চক্রবর্তী ও অন্যান্যরা। অবর বিদ্যালয় পরিদর্শক শর্মিষ্ঠা চক্রবর্তী জানান, পড়াশোনার পাশাপাশি খেলার মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটানোই মূল লক্ষ্য। এই প্রতিযোগিতা চলবে আগামী কয়েকদিন। সআগামী ২২শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। ছোটদের মাঠমুখী করার এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই।  

খেলা উপভোগ আয়োজক, অতিথিদের

 

See also  বহরমপুরে বিজেপিতে যোগদান শতাধিক কর্মীর