Hariharpara News নদী ঢেকেছে কচুরিপানায়। চলছে না নৌকা। যে নৌকাই একমাত্র অবলম্বন স্কুল পড়ুয়াদের। সেই ফেরি পরিষেবা বন্ধ হওয়ায় পরীক্ষাই স্থগিত করল স্কুল! মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত লালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় ইউনিট টেস্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের। হুমাইপুর অঞ্চলের লালনগর ফেরিঘাটে নদীজুড়ে কচুরিপানায় ভর্তি হয়ে নৌকা চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় সাহাপুর, লপাড়া, শিমুলিয়া প্রভৃতি এলাকার ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতেই পারছে না।
স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ সারওয়ার্দি বিশ্বাস বলেন, ‘ ২ রা আগস্ট থেকে দ্বিতীয় ইউনিট টেস্ট শুরু হয়েছে। গত রবিবার থেকে যেহেতু লালনগর ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ। ফলে ওপারের একাধিক গ্রামের ক্লাস ফাইভ থেকে টুয়েলভের প্রায় চারশো পড়ুয়া ভুক্তভোগী। পরীক্ষার্থীরা স্কুলে আসতে না পারায় সোমবারের শেষ ইউনিট টেস্ট বাতিল করতে হয়।’
Hariharpara News শুধু শিক্ষার্থীরাই নয়, বিগত চারদিন ধরে হুমাইপুর, তাজপুর, লালনগর, প্রদীপডাঙ্গা, মহিসমারা সহ আশপাশের বহু গ্রামের মানুষ ভোগান্তির শিকার। নদীপথে বহরমপুর খুব কাছে হলেও ফেরিঘাট বন্ধ থাকায় এখন তাদের প্রায় ২০ কিমি পথ ঘুরে যেতে হচ্ছে। এতে সময় যেমন বাড়ছে, বাড়ছে যাতায়াত খরচও। স্থানীয়রা জানান, প্রতিবছরই এ সমস্যা দেখা দেয় এবং প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান হয়না। নদীতে মাছ চাষ হয়। কচুরিপানা জমতে জমতে নদী ভরে যায়। ফেরি বন্ধ থাকায় আধ ঘণ্টার রাস্তা ঘুরপথে সময় লাগছে দেড় ঘণ্টা।
Hariharpara News পঞ্চায়েত প্রধান কী বলছেন?
Hariharpara News কেন এই উদাসীনতা? দেখভালের দায়িত্ব কাদের? প্রশ্ন স্থানীয়দের। অন্যদিএকে লালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আরদোশা খাতুন বিবি বলেন— ‘মাঝিদের বিকল্প ব্যবস্থা নিতে বলেছি এবং বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছি।’