Hariharpara News দোকানে মেয়াদ উত্তীর্ণ পানীয়, বেবি ফুড! চাঞ্চল্যকর অভিযোগ হরিহরপাড়ায়

Published By: Imagine Desk | Published On:

Hariharpara News কোনটা এক বছরের পুরনো, কোনটা আবার তারও বেশী! এভাবেই দোকানে থরে থরে সাজিয়ে রাখা মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন কোম্পানির পানীয়ের বোতল। তালিকায় বাদ নেই বেবি ফুডও। অভিযানেই সামনে এলো চাঞ্চ্যলকর ঘটনা। হরিহরপাড়ায় ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। মঙ্গলবার বিকেলে হরিহরপাড়া থানার বহড়ান ও হরিহরপাড়া বাজারে বিভিন্ন দোকানে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযান চালিয়ে একাধিক দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পানীয় জল, কোল্ড ড্রিংকস, বেবি ফুড এবং অবৈধভাবে ব্যবহৃত ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন বহরমপুর সদর মহকুমার ডিএসপি তমাল কুমার বিশ্বাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফুড সেফটি দপ্তরের আধিকারিক, হরিহরপাড়া থানার আইসি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ফুড সেফটি আইন লঙ্ঘনের অভিযোগে দোকানদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এই ঘটনায় আটক হয়েছে এক দোকানদার।

Hariharpara News  বহরমপুর সদর মহকুমার ডিএসপি তমাল কুমার বিশ্বাস জানান, বহড়ান হাসপাতালের পাশে একটি মিষ্টির দোকানে অভিযান চলে। মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন রকম পানীয়, বিভিন্ন দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ বেবি ফুড উদ্ধার হয়। ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার যা বানিজ্যিক ক্ষেত্রে ব্যবহার হচ্ছিল বলে অভিযোগ। সেই সমস্ত গ্যাস সিলিন্ডারও বাজেয়াপ্ত করা হয়েছে। আরও একটি দোকানে অভিযান হয়েছে। অভিজিৎ কুমার বনমালী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।