Hariharpara News : নদীর জল থেকে উঠছে মুরগির ডিম! – এও কি সম্ভব? যা দেখতেই মঙ্গলবার সকাল থেকে ভিড় বাড়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত ললিতপুরে। ঘটল কী? কেন কচুরিপানায় ভরা জলে ডিম? স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত সোমবার। ললিতপুর ICDS কেন্দ্র নিয়ে যত গণ্ডগোল। সোমবার অভিভাবকরা সেন্টারের সামনে বিক্ষোভ দেখালে রাগের মাথায় সেদ্ধ ডিম ও রান্না করা খাবার পাশের নদীতে ছুঁড়ে ফেলেন আইসিডিএস এর এক কর্মী, এমনটাই অভিযোগ স্থানীয়দের।
Hariharpara News মঙ্গলবার সকালে নদীর জলে ভেসে ওঠে সেই খাবার ও সেদ্ধ ডিম। গ্রামবাসীরা নদী থেকে ডিম তুলে এনে ফের বিক্ষোভে সামিল হন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় হরিহরপাড়া থানার পুলিশ। অভিভাবকদের অভিযোগ, শিশুদের জন্য বরাদ্দ খাবার নষ্ট করা হয়েছে। যদিও এই ঘটনায় আইসিডিএস কর্মী এবং ব্লক প্রশাসনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।