Hariharpara News পেঁয়াজ ভর্তি গাড়ি নিয়ে ঝাড়খন্ডের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন রাতেই। আর ভোরেই ঘটে গেল দুর্ঘটনা। শোকের ছায়া নেমে এল মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর মাঠপাড়া এলাকায়। মর্মান্তিক দুর্ঘটনায় এই এলাকারই বাসিন্দা পেঁয়াজ ব্যবসায়ী জাহাঙ্গীর মণ্ডলের মৃত্যুতে শোকে কাতর পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পেঁয়াজ বোঝাই করে লরিতে চেপে ঝাড়খণ্ডের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন। রবিবার ভোরে ঝাড়খন্ডে প্যারেড থানা এলাকায় লরি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। গুরুতর আহত হন জাহাঙ্গীর মণ্ডল ও লরি চালক। চালকের পাশের আসনেই বসেছিলেন জাহাঙ্গীর। দুর্ঘটনার জেরে কার্যত কোমর থেকে পায়ের অংশ চাপা পড়ে যায় তাঁর। স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে কোনরকমে উদ্ধার করে তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।

Hariharpara News মৃতের এক প্রতিবেশী মইনুল বিশ্বাস জানান, ঝাড়খণ্ডে দুর্ঘটনা ঘটে। আম গাছে ধাক্কা দেয় পেঁয়াজ ভর্তি লরি। মহাজনের কাছে টাকা আনতে গিয়েছিলেন জাহাঙ্গীর। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পরিবারের লোকজন ফারাক্কা অব্ধি যাই। ওদিক থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আনা হয়। রাস্তাতেই আসার পথে মারা যায় জাহাঙ্গীর মণ্ডল।
Hariharpara News রবিবার সন্ধ্যেয় বাড়িতে ফেরে ব্যবসায়ীর মৃতদেহ। কান্নার রোল বাড়িতে। ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।